"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৪১ [ তারিখ : ২৪.০৮.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rRRPxy8a5ZWx8QeibHeHoMUCuPRNDSRqs1cH1MxazchF49kkMj6bceTRKHznDXsdJSsdiwvwJHj6TAJiSEEdv3psvvXuufYALCshZ3g5oNp6TZg.jpg

সম্মান দিলে সম্মান পাওয়া যাবে। ... @nipadas (24.08.2025 )

"সম্মান" শব্দটি অনেক ছোট হলেও এর গুরুত্ব অনেক বড় আমাদের জীবনে। আমরা প্রত্যেকে এমনটা কখনো না কখনো বা কোন না কোন ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই খেয়াল করেছি যে আমাদের যারা সম্মান করে না তাদের প্রতি আমাদের কোনোভাবেই সম্মানজনক ভাব আসে না, এমনকি সেই সব ব্যক্তিদের প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিকতাও কোনোভাবেই জন্ম নেয় না। সম্মান আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে সব ব্যক্তি আমাদেরকে সম্মান করে না সেই সব ব্যক্তির প্রতি আমাদের মনোভাব অনেকটাই তাচ্ছিল্যের মতো গড়ে ওঠে। অথচ এইসব ব্যক্তি বোঝেনা যে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। আমরা যদি মানুষকে সম্মান না দিই তবে আমরাও সম্মান পাবো না। কারণ যেকোনো ব্যক্তির কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান করতে হবে এবং তার মনের মধ্যে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তার সাথে সাথে তার মনে নিজের জন্য আলাদা একটা ভক্তির জায়গা ভালবাসা এবং আন্তরিকতার স্থান তৈরি করে নিতে হবে। আমরা যদি কোন মানুষের মনে নিজের প্রতি সম্মান তৈরি করতে পারি তবে এই সেই ব্যক্তিটি আমাদের সম্মান দিয়ে কথা বলবে এবং সম্মানীয় ভাবে আচরণ করবে।..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।

উনি যে লেখা লিখেছেন , “সম্মান” শব্দটি ছোট হলেও এর গুরুত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশাল। Nipadash তার লেখায় সুন্দরভাবে তুলে ধরেছেন যে যারা আমাদের সম্মান করে না, তাদের প্রতি আমাদের মন থেকে কখনোই ভালোবাসা বা আন্তরিকতা জন্ম নেয় না। সম্মান আদায় করা যায় না, বরং অর্জন করতে হয় ভদ্রতা, আন্তরিকতা এবং সঠিক আচরণের মাধ্যমে।

তিনি লিখেছেন, বড়রা যদি ছোটদের তাচ্ছিল্যের চোখে দেখে অথচ সম্মান পাওয়ার আশা করে, সেটি কখনোই সম্ভব নয়। ছোটদের সম্মান দিলে তারাও বড়দের সম্মান করতে শেখে।

Nipadash-এর মতে, পদমর্যাদা, অর্থ বা বয়সের কারণে কেউ যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের অসম্মান করে, তবে তিনি প্রকৃত সম্মান পান না। কারণ সম্মান আসে ভালো আচরণ, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে।

তার লেখার মূল বার্তা হলো—সম্মান হলো সম্পর্কের মূল ভিত্তি। এটি যত বেশি দেওয়া হয়, তত বেশি ফিরে আসে।


7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rRRPxy8a5ZWx8QeibHeHoMUCuPRNDSRqs1cH1MxazchF49kkMj6bceTRKHznDXsdJSsdiwvwJHj6TAJiSEEdv3psvvXuufYALCshZ3g5oNp6TZg.jpg


ছবিগুলো @nipadas এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort: