"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭২৭ [ তারিখ : ০৭ - ০৮ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

3960.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3959.jpg

বৃষ্টিভেজা শৈশবের স্মৃতি by @mohamad786 ( date 07.08.2025 )

বৃষ্টির মৌসুম মানেই এক অন্যরকম অনুভূতি। চারদিক সজীব হয়ে ওঠে, প্রকৃতি ধুয়ে-মুছে নতুন রূপে সাজে। কিন্তু এই ঋতুটা আমার কাছে শুধুই প্রকৃতির সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় না মনে করিয়ে দেয় শৈশবের সেই সোনালী দিনগুলোর কথা, যেগুলো আজও মনের গভীরে ঠিক আগের মতোই টাটকা হয়ে আছে।স্মৃতির পাতায় যদি একটু পেছনে ফিরে তাকাই, তখন আমি ক্লাস ওয়ান বা টুতে পড়ি। সেই সময়টাতে আমরা গ্রামেই ছিলাম। সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম, যেখানে আকাশটা ছিল অনেকটা বড়, আর বৃষ্টিটাও যেন একটু বেশি রোমাঞ্চকর ছিল। মুষলধারে বৃষ্টি নামলে স্কুলে যাওয়া হতো না। তখনকার দিনে অবশ্য স্কুল কামানো একটা আলাদা আনন্দ ছিল।-


এই সন্ধ্যাবেলায় যখন অথরের লেখাটি পড়ছিলাম, তখন মনে হচ্ছিল যেন আমি নিজেই শৈশবে ফিরে গিয়েছিলাম। কেননা শৈশবটা কমবেশি সকলেরই এমনটাই কেটেছে, যা আজ হয়তো শুধুই স্মৃতি।

জীবন আসলে এমনই বুঝছেন, থেমে থেমে নানাভাবে অতীত মনে করিয়ে দেয় নিজেদের। এই যে অথর খুব সাবলীল ভাবে নিজের অতীতের কথা গুলো লিখেছে,তাতে সে যেমন তার স্মৃতিচারণ করেছে , তেমনটা আমাদের স্মৃতিগুলোকেও নাড়াচাড়া করে দিয়ে গিয়েছে।

এই বর্ষাকালের শৈশব স্মৃতি আসলে কোনভাবেই ভুলবার নয়, নানাভাবেই চোখের সামনে উঁকি দিয়ে যাবে, বারবার সাদৃশ্য হবে ফেলে আসা দিনগুলো, এটাই বাস্তবতা।

সব মিলিয়ে অথরের লেখা বেশ ভালো লেগেছে, তাই ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


3958.jpg

ছবিটি ফয়সাল ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort: