"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪৬ [ তারিখ : ০৮ - ০৫ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উন কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


সুন্দর ও আকর্ষণীয় শুকনো গাছে ফুল। by @saymaakter ( date 06.05.2025 )

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। বর্তমান আবহাওয়াটা অনেক সুন্দর। চারদিকে শুধু বইছে বাতাস কখনো মেঘ আবার কখনো বৃষ্টি । কখনো বা আকাশ নীলে পরিপূর্ণ থাকে আবার কখনো আকাশের জমে সাদা মেঘের ভেলা।এইতো চলছে বিশাল আকাশের খেলা। দেখে দেখে যায় বেলা। বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে।ডাই ইভেন্ট প্রতিযোগিতা গুলো অনেক ভালো লাগে। এক দুইবার চেষ্টা করেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিন্তু এখন আর এই প্রতিযোগিতায় সেভাবে অংশগ্রহণ করাই হয় না। তবে এবার ভাবলাম ডাই ইভেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাক। তাইতো মনের ইচ্ছা ও আগ্রহ নিয়ে চলে এলাম ডাই ইভেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজ আমি আপনাদের মাঝে মরা গাছের ফুল ফোটানো যায় তারই একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। ছাদে অনেকগুলো গাছ লাগানো ছিল তো কিছুদিন ছাদে যাওয়া হয়নি এবং পানিও দেওয়া হয়নি গাছে। তারপর ছাদে গিয়ে দেখি একটি গাছ মরে একদম শুকিয়ে আছে এবং গাছটি দেখে ও মায়া লাগলো। তারপর ভাবলাম এই গাছটি দিয়ে আমি একটি শোপিস তৈরি করব যেই ভাবনা সেই কাজ। বাসায় গাছটি নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে একটি ফুল গাছের শোপিস তৈরি করে ফেললাম। ফুল গাছের শোপিস তৈরি করার পর বা নতুন রূপ দেওয়ার পর আমি নিজেও মারা গাছ থেকে চিনতে পারছিলাম না এতটা সুন্দর লাগছিল। চলুন আর কথা না বাড়িয়ে ফুল গাছের শোপিসটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।----


প্রতিদিনের মতো আজকেও ফিচার পোস্টে একটি ক্রিয়েটিভ কনটেন্ট স্থান পেয়েছে। আজকের কনটেন্ট এর অথর সাইমা আক্তার ম্যাডাম। তিনি বরাবরের ন্যায় দারুন একটি কনটেন্ট শেয়ার করেছেন। এটি শুকনো মরা গাছের ছোট্ট একটি ডাল দিয়ে ঘরে সাজিয়ে রাখার মত একটি জিনিস বানিয়ে ফেলেছেন।

শুকনো গাছের ডালে ফুল ফোটানোর মতো ব্যাপারটা। খুব ছোট্ট আকৃতির অনেকগুলো ফুল লাগিয়ে দিয়েছেন গাছের ডালের বিভিন্ন প্রান্তে। গাছের ডালটির রং কালো করে দেয়ার কারণে বেশি ভালোভাবে ফুটেছে।

এমন সুন্দর হাতের কাজ দেখতে সত্যি দারুন লাগে। আপনারাও চাইলে এটি নিজেই তৈরি করতে পারবেন। পোস্টটি দেখতে ভিজিট করুন। প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। সবকিছু বিবেচনা করে এই পোস্টিকে আজকের ফিচার পোস্টে স্থান দেয়া হচ্ছে।


2.png

ছবিটি @saymaakter আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

বেশ সুন্দর বানিয়েছেন মরা ডাল দিয়ে শোপিসটি আপু। দেখতে বেশ সুন্দর হয়েছে। আপু সব সময় বেশ সুন্দর সুন্দর ডাই পোস্ট শেয়ার করেন। সায়মা আপুকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে আমার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। মরা গাছটি দেখে খুব খারাপ লাগছিল তারপর গাছটির নতুন রূপ দিয়ে যখন সুন্দর একটি শোপিস তৈরি করলাম তখন দেখতে খুব সুন্দর লাগছিল। ফিচার্ড আর্টিকেলে পোস্টি মনোনীত করেছেন ভাই এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদএবংআমার পরিশ্রম করা মনে হচ্ছে সার্থক হয়েছে ।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শুকনো ডালে দারুন কাজ করছেন আমাদের প্রিয় সায়মা আপু। অনেক ভালো লাগলো পোস্ট দেখে।