"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯১ [ তারিখ : ২৮.০৬.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৯০ তম রাউন্ড শেষে আজ ২৮ জুন ২০২৫, ৬৯১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@maria47
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@maria47
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: মারিয়া মুক্তি। জাতীয়তা: বাংলাদেশি। স্টিমিট আইডি- @maria47. তিনি রান্না করতে ভালোবাসেন। নতুন নতুন রেসিপি তৈরি করতে তার ভীষণ ভালো লাগে। এই জন্য চেষ্টা করেন নতুন নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে। তিনি ভালো আর্ট করতে পারেন,আর্ট এর মাধ্যমে নিজের সৃজনশীলতা তুলে ধরেন। এছাড়াও তিনি ঘুরতে যেতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। স্টিমিট ক্যারিয়ার শুরু করেন ২০২৩ সালের নভেম্বর মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
রেসিপি-লোভনীয় পুডিং এর রেসিপি|| ( Publish: 27.06.2025 )
পুডিং রেসিপিটা বর্তমানে এক অনন্য রেসিপি। স্বাদের দিক থেকে অসাধারণ লাগে, সে যে উপকরণ দিয়ে পুডিং করা হোক না কেন। আজকাল বিভিন্ন পুডিং এর বিষয় ট্রেন্ডিংয়ে চলছে। এই পুডিংটাকে একপ্রকার এলাচ পুডিং বলে। কারণ এখানে পুডিং এর ক্ষেত্রে মেইন এলাচ ব্যবহার করা হয়েছে। এলাচের একটা আলাদা সুগন্ধ আছে, যা এক কথায় ঘ্রানে মুগ্ধ করে তোলে। আর এতে সাধারণত কম উপকরণের মধ্যে হলেও যা যা ব্যবহার করা হয়েছে, তা একপ্রকার স্বাদের দিক থেকে অতুলনীয় করে তোলে।
এই পুডিং এর যে একধরণের মসৃন টেক্সার থাকে, তা মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় এবং এই এলাচের যে একটা ঘ্রান বা স্বাদ সেটা অনুভব করা যায় তখনই। আর এলাচ যেহেতু একটা উপকারী মশলার মধ্যে পড়ে, তাই এই পুডিং এর সাথে সাথে এর গুণাবলীও পাওয়া যায়। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এইসব পুডিং স্বাস্থ্যকর এবং গুণগতমানের দিক থেকেও ভালো হয়। যাইহোক, এই পুডিং এর রেসিপিটাতে পরিবেশন এবং স্টেপ বাই স্টেপ সবকিছু ভালোভাবে তুলে ধরা হয়েছে। বেশ ভালো একটা রেসিপি ছিল ঘরোয়া উপায়ে।
ধন্যবাদ সবাইকে।
যদিও অল্প উপকরণে এই পুডিং এর রেসিপিটি তৈরি করা।খেতে কিন্তু দারুণ হয়েছিল।এলাচ থেতো করে দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ আসছিল।যে ডিমের গন্ধ সহ্য করতে পারে না সেও খুব মজা করে এ পুডিং খেতে পারবে। আমি চেষ্টা করেছি নিজের মতো করে রেসিপিটি উপস্থাপন করার জন্য।আপনাদের সকলের ভালো লেগেছে এই জন্য আমি সার্থক।ধন্যবাদ আমার পোস্টটিকে আজকের আর্টিকেলের জন্য মনোনীত করার জন্য।
আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা রেসিপি পোস্ট দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। পুডিং আমি তো অনেক বেশি পছন্দ করি খেতে। দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। এত মজাদার একটি রেসিপি তিনি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। মারিয়া খুবই ভালো রান্না করে। পুডিং রেসিপি দারুন হয়েছে। অনেক ভালো লাগলো আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে।
ফিচার্ড আর্টিকেলে বেশ মজাদার একটি রেসিপি পোস্ট দেখে অনেক ভালো লাগলো। পুডিং বরাবরই সবার প্রিয়। আমি নিজেও খুব পছন্দ করি পুডিং খেতে।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।