"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭৩০ [ তারিখ : ১১-০৮-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
ডাই পোস্টঃ ক্লে দিয়ে আমাদের প্রিয় দাদার জন্য রাখি বানালাম by @selina75
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ডাই পোস্টঃ ক্লে দিয়ে আমাদের প্রিয় দাদার জন্য রাখি বানালাম by @selina75 ( ৯/০৮/২০২৫ )
আমার বাংলা ব্লগ আর সামাজিক রীতিনীতি দুটোই একই সূত্রে গাঁথা ছিলো কারণ আমরা যে কোন আয়োজনের ক্ষেত্রে পুরো কমিউনিটির সবাইকে নিয়ে দারুণভাবে উপভোগ করার চেষ্টা করতাম। আমার বাংলা ব্লগের যাত্রা শূরুর পর হতেই প্রতিটি সামাজিক আয়োজন কিংবা বাঙালির বিশেষ অনুষ্ঠানগুলো খুবই চমৎকারভাবে উপভোগ করার ব্যবস্থা করা হতো। হ্যাংআউট কিংব বিশেষ আড্ডার আয়োজন, তারপর সকলের উপস্থিতি এবং অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটা পূর্ণতা পেতো, এটা সত্যি ব্যতিক্রম ছিলো সকল দিক হতে।
তবে সময়ের সাথে সাথে হয়তো আমরা ব্যস্ত হয়ে গেছি, ভার্চুয়াল লাইফ আমাদের কাছে কিছুটা হালকা হয়ে গেছে অথবা অন্য কোন কারণে আমরা সেই সুন্দর মুহুর্তটা ধরে রাখতে পারি নাই। হ্যা, এখন হয়তো অনেক আয়োজন ঠিক সেভাবে করা হয় না যেমনটা আগে করা হতো। কিন্তু তবুও কমিউনিটির ইউজারগণ বিশেষ বিশেষ দিবসে ভিন্ন ভিন্নভাবে নিজেদের অনুভূতি এবং সৃজনশীলতা পূর্ণতা দেয়ার চেষ্টা করছেন। আজকে ফিচার্ড পোষ্ট বাছাই করার ক্ষেত্রে আমি সৃজনশীলতাকে একটু বেশী প্রাধান্য দেয়ার চেষ্টা করেছি। আর রাখি উৎসবের বিশেষ এই ডাইয়া পোষ্টটিকে নির্বাচিত করেছি।
ফটো- @selina75 আপুর পোষ্ট হতে নেয়া হয়েছে।
গত বছর হয়তো এই আয়োজনটি একটু ভিন্নভাবে পালন করা হয়েছিলো, এবার যেটা অনুপস্থিত ছিলো। কিন্তু তবুও কমিউনিটির ইউজাররা নিজের অবস্থান হতে ভিন্ন ভিন্নভাবে সেটাকে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, এটা নিঃসন্দেহে দারুন কিছু। অনেকেই এমন কিছু করার চেষ্টা করেছেন তবে সেলিনা আখতার শেলী আপুর ডাইয়াটি সত্যি দারুণ ছিলো এবং আমার কাছে ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও সেটা ভালো লাগবে।
Absolutely fantastic initiative, @abb-featured! Showcasing standout posts like @selina75's touching DIY রাখি creation is exactly what makes our community thrive. Highlighting the creativity and dedication of our members, especially during culturally significant events, is truly commendable. The way "আমার বাংলা ব্লগ" is spotlighting these gems and connecting them back to the original authors is brilliant. I'm also impressed by the detailed summaries and author introductions. This is a great way to encourage engagement and discovery within the community. Looking forward to seeing more featured articles and the monthly PDF compilation! Keep up the excellent work!
রাখিটি খুবই সুন্দর হয়েছে। দাদার জন্য চমৎকার একটি রাখি তৈরি করেছেন আমাদের সেলিনা আপু। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লেগেছে।
ফিচার আর্টিকেলে আজ আমার পোস্টটি মনোনীত হয়েছে দেখে বেশ ভালো লাগলো। প্রতি বছর দাদাকে এই দিনে রাখি পরাতাম। তাই আজও দাদার জন্য এই রাখিটি বানালাম। আমার বাংলাব্লগে যুক্ত হওয়ার পর প্রথম দাদাকে ভার্চুয়ালী রাখি পরিয়ে রাখি উৎসব পালন করেছি।যা আজ খুব মিস করছি। ধন্যবাদ আজ আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য।