"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭২৬ [ তারিখ : ০৬ - ০৮ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @purnima14


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃপূর্ণিমা বিশ্বাস। জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন । তিনি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন । স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


দুই ভাই বোন মিলে নৌকা ভ্রমণ। by @purnima14( date 06.08.2025 )

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ক্রিয়েটিভিটির পাশাপাশি দৈনন্দিন আনন্দ , এবং দুঃখের মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। প্রায় এক মাস ধরে আমার পরীক্ষা চলছে। প্রত্যেকবার ফাইনাল পরীক্ষা শুরু হলে এক মাস ধরেই চলে। অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। এর আগে পরীক্ষার মাঝে ছয় দিন মত ছুটি ছিল। তখন আমি আর আমার ভাই মিলে কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিলাম। সেদিনের মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব।আমার ভাই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কুষ্টিয়া কোচিং এ ভর্তি হয়েছে। প্রায় এক মাস হচ্ছে সে এখানে এসেছে। সে আমার পিসিমণির বাসায় থাকে। বাসার মধ্যে একা একা সারাদিন থাকে। আমার উচিত ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়া। কিন্তু পরীক্ষার কারণে আমি ওকে নিয়ে বের হতেই পারছি না। তাই সেদিন একটু সময় পেয়ে ভাইকে ফোন করে বললাম চল ঘুরতে নিয়ে যায়। আমার ভাই আবার ঘোরাঘুরি করতে খুব একটা পছন্দ করে না। সে যেতে চাইছিল না। আমি জোর করে কোনো মত নিয়ে গেলাম।-


আমাদের প্রিয় একজন লিখিকা আজকের পোস্টে তুলে ধরেছেন নিজের জীবনের একান্ত কিছু মুহূর্ত—যেখানে রয়েছে পরীক্ষার চাপ, ভাইয়ের প্রতি দায়িত্ববোধ, আর ছোট্ট এক ভ্রমণের প্রশান্তি।

কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে হঠাৎ একটি বিকেল কাটানো, নৌকায় বসে থাকা, আর ভাই-বোনের সহজ-সরল সময়গুলো ছিল পোস্টটির মূল উপজীব্য। লিখিকা যেভাবে ভাইকে জোর করে হলেও ঘুরতে নিয়ে গেছেন, সেটি ছিল শুধু একটা ট্রিপ নয়—ভালোবাসার একটা নিঃশব্দ বহিঃপ্রকাশ।

কমিউনিটির পক্ষ থেকে এমন অনুভূতিপূর্ণ এবং প্রাণবন্ত লেখার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, এই গল্পটি অনেকের মনেই এক ধরনের নরম ছোঁয়া দিয়ে যাবে।


2.png

ছবিটি পূর্ণিমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 hours ago 

অনেকদিন পর আমার একটি পোস্ট ফিচারড দেখে খুব ভালো লাগছে।আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আমার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।