"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৪৯ [ তারিখ : ০২.০৯.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @joniprins
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: জনি প্রিন্স। স্টিমিট ইউজার আইডি @joniprins. জাতীয়তাঃ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাতে বসবাস করেন। তার মতে, সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। এছাড়াও তার ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া অন্যতম স্বপ্ন। তিনি বিশ্বাস করেন মানুষের জীবনে উত্তান পতন আছেই। তাই কাজ করতে হবে- লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে, আর এটা তিনি বিশ্বাস করেন। তার স্টিমিট জার্নি শুরু হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারী হতে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
হঠাৎ অসুস্থতা আর অফিসের দায়িত্ব: এক দিনের গল্প।... @joniprins (02.09.2025 )
জনি ভাই খুব বাস্তব আর গভীর একটি অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। শরীর খারাপ থাকা সত্ত্বেও কীভাবে তিনি দায়িত্বের টানে অফিসে গিয়েছেন, কাজ করেছেন, আবার শরীরের সীমাবদ্ধতাও অনুভব করেছেন—এটা আমাদের সবার জীবনের সঙ্গে মিলে যায়। আমরা অনেক সময় কাজের চাপে বা দায়িত্বের টানে নিজের শরীরের কথা ভুলে যাই। অথচ শরীরটাই যদি সুস্থ না থাকে, তবে কোনো দায়িত্বই সঠিকভাবে পালন করা সম্ভব নয়।
আমি জনি ভাইয়ের কথার সাথে পুরোপুরি একমত। এই লেখার মধ্যে যে শিক্ষা আছে—শরীরের সংকেতকে গুরুত্ব দেওয়া, প্রয়োজনে বিশ্রাম নেওয়া, সময়মতো ওষুধ খাওয়া এবং সুস্থতাকে প্রাধান্য দেওয়া—এগুলো শুধু ব্যক্তিগত নয়, বরং সবার জন্যই গুরুত্বপূর্ণ বার্তা।
সব দিক বিবেচনায়, এই পোস্টটিকে আমি Featured করেছি, যাতে আরও বেশি মানুষ এটা পড়ে বুঝতে পারে—অফিস, দায়িত্ব, পরিবার সবকিছুর চেয়ে বড় হলো আমাদের স্বাস্থ্য। কাজ অপেক্ষা করতে পারে, কিন্তু শরীর ও মন সুস্থ না থাকলে কিছুই সম্ভব নয়।
ছবিগুলো @joniprins এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
আমি যখন এই ব্লগটি লিখতেছিলাম তখনও আমি অসুস্থ ছিলাম। আসলে অনেক সময় অসুস্থ হলে তেমন গুরুত্ব দেয় না। যা পরবর্তীতে আর বেশি ক্ষতি হয়। যায়হোক আমার এই ব্লগটি এবিবি ফিচার্ড আর্টিকেলে যুক্ত করার জন্য ধন্যবাদ জানায়।