"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭১৭ [ তারিখ : ২৮ - ০৭ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ডাই পোস্টঃ নারকেল মালা দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ফুলের টব। by @selina75 ( date 28.07.2025 )
এই ব্লগে @selina75 শেয়ার করেছেন কীভাবে পুরনো নারকেল মালা ব্যবহার করে একটি দারুণ ইনডোর ফুলের টব তৈরি করা যায়। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ যেমন নারকেল মালা, গ্লু গান, পাটের সুতলী, সোনালী লেস, গাম ও শিরিশ কাগজ ব্যবহার করে বানানো এই টবটি দেখতে যেমন সুন্দর, তেমনই পরিবেশবান্ধবও। লেখিকা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করেছেন এবং শেষে টবের ভিতর ছোট একটি গাছ বসিয়ে সেটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন। ঘর সাজাতে কিংবা উপহার হিসেবে পরিবেশবান্ধব এই টব হতে পারে একটি দারুণ পছন্দ।
সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
নারীকেল মালা দিয়ে তৈরি করা পরিবেশ বান্ধব ফুলের টবটি আজকে ফিচার আর্টিকেল হিসেবে মনোনিত হওয়ায় আমি আনন্দিত। এজন্য আমার বাংলা ব্লগ কতৃপক্ষকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার বাংলা ব্লগে কাজ শুরুর পর থেকেই আমি চেষ্টা করি কোয়ালিটি কাজ শেয়ার করতে। কোন কাজ পুরুস্কৃত হলে আরো ভালো করার দায়বদ্ধতা তৈরি হয়। আমি চেষ্টা করবো আগামিতে আরো ভালো ইউনিক কাজ শেয়ার করতে। আমার বাংলা ব্লগের সবার জন্য আমার ভালোবাসা।
আজকের ফিচারড আর্টিকেল আপুর পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। আমি কালকে ও আপুর পোস্টটি দেখেছিলাম নারকেলের মালা দিয়ে খুব সুন্দর করে ফুলের টব তৈরি করেছে। আজকে ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট হয়েছে দেখে আরো ভালো লাগলো। কারণ এই ফুলের টপ তৈরি করতে আপু ভীষণ সময় লেগেছে। আপুর কাছ থেকে আরো ভালো ভালো জিনিস দেখার অপেক্ষায় রইলাম।
এই ডাই পোস্টটি একটু আগে দেখে কমেন্ট করেছিলাম। ফুলের টবটা সত্যিই খুব সুন্দর হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।