"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭২২ [ তারিখ : ০২-০৮-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"নদীর নরম ঢেউয়ে জেগে ওঠা সকাল" by @ripon40
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: মোঃ রিপন মাহমুদ। স্টিমিট ইউজার আইডি @ripon40। জাতীয়তা- বাংলাদেশী। তিনি একজন বাঙালি আর বাঙালি হিসেবে পরিচয় দিতে তিনি গর্ব বোধ করেন। স্টিমিটকে তিনি অনেক ভালোবাসেন। এছাড়াও ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই অনেক পছন্দের। তিনি ঘুরতে অনেক ভালোবাসেন। তার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই আবার সেটা ভুলে যান এবং স্বাভাবিক হয়ে যান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
নদীর নরম ঢেউয়ে জেগে ওঠা সকাল by @ripon40 (৩১-০৭-২০২৫ )
আজকের শেয়ারকৃত মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয়—প্রতিটি নতুন সকাল কেবল একটি সময় নয়, বরং প্রকৃতির এক অপূর্ব উপহার। সকালের হালকা শীতল হাওয়া কেবল শরীর নয়, মনকেও এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। বিশেষ করে গ্রামীণ প্রেক্ষাপটে সেই হাওয়ার স্বাদ যেন প্রকৃতির নিজের হাতে লেখা এক কবিতা।
এই পোস্টের ছবিগুলোতে উঠে এসেছে এমনই এক সকালের চিত্র—যেখানে হাঁটতে বের হওয়া, নদীর ধারে কাটানো মুহূর্ত, স্থানীয় জেলেদের মাছ ধরার ব্যস্ততা এবং হোটেলের গরম খিচুড়ির স্বাদ—সব মিলিয়ে একটি পরিপূর্ণ, স্বাস্থ্যকর এবং মানসিক প্রশান্তিদায়ক সকালের প্রতিচ্ছবি দেখা যায়।
লেখকের অভ্যাস পরিবর্তনের গল্পটি আমাদের সকলের জন্যই অনুপ্রেরণাদায়ক। ঘুম থেকে দেরিতে উঠার মতো সাধারণ একটি সমস্যার বিরুদ্ধে নিজের মধ্যেই সচেতনতা তৈরি করে প্রতিদিন সকালের সৌন্দর্য উপভোগ করছেন তিনি। পাশাপাশি ছোট ভাইদের নিয়ে সকালের হাঁটা, সক্রিয় জীবনযাপন এবং প্রকৃতির মাঝে সময় কাটানো—এগুলো শুধুমাত্র শারীরিক নয়, মানসিক সুস্থতার দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
নদীর পাড়ে গিয়েই থেমে থাকেননি লেখক। গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় স্থানীয় এক আঙ্কেলের প্রস্তাবে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে নদীর বুকে ভ্রমণের সিদ্ধান্ত—যা পুরো সকালটিকে করে তুলেছে আরও বেশি স্মরণীয়। আর সেসব মুহূর্তের নিখুঁত দৃশ্যপট তুলে ধরেছেন Redmi Note 11 দিয়ে তোলা ছবির মাধ্যমে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রিপন ভাইয়া দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। নদীর পাড়ের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে।
ফিচারড আর্টিকেলে পোস্টি দেখে অনেক ভালো লাগলো। রিপন ভাইয়াকে অভিনন্দন। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।নদীর পাড়ের সৌন্দর্য সত্যি মনমুগ্ধকর এবং আমাদের কে আকৃষ্ট করে।