"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২১০ [তারিখ : ০৪-০২-২০২৪]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। এখনো পড়াশুনায় আছেন, অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা তার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে তার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার বিষয়ে তার খুব আগ্রহ রয়েছে। তিনি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছেন। তিনি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়ে সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করে নিতে এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে চান । বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে তিনি অনেক বেশী খুশি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

এক.png
দুই.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো-1.jpg

অরিগ্যামি — রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরী। by @oisheee by.• 03 February 2024 ||

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করতে আসলাম। এ ধরনের ডাইগুলো তৈরি করতে অনেক বেশি সময়ের এবং ধৈর্যের প্রয়োজন হয়। তারপরও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি কিংবা ডাই তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার পর দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর রঙিন কাগজ দিয়ে তৈরি এ ধরনের জিনিসগুলো ঘরের সৌন্দর্য বর্ধনে অনেক ভূমিকা পালন করে। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আমার আজকের এই অরিগ্যামি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই অরিগ্যামি তৈরি করতে আমার কি কি উপকরণ প্রয়োজন হলো এবং কিভাবে তৈরি করলাম সেটি আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপনা করি।


সৃজনশীলতা এবং কল্পনাশক্তি দুটোইকে আমি সব সময় একটু বেশী প্রাধান্য দিয়ে থাকি। কারন এই দুটোর সুন্দর প্রকাশনার মাধ্যমে মানুষ যেমনি তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে ঠিক তেমনি পারে নিজের কল্পনাশক্তিকে দারুণভাবে কাজে লাগাতে। আসলে শুধুমাত্র কোন কিছুর অবিকল নকল করাকে সৃজনশীলতা বলে না। আমরা প্রায় বলে থাকি কোন একটা বিষয় হতে উৎসাহ নেয়া যেতে পারে, কোন একটা বিষয় হতে আইডিয়া নেয়া যেতে পারে কিন্তু তারপর সেটাকে লক্ষ্য করে নিজের কল্পনাশক্তির পূর্ণ ব্যবহার করার চেষ্টা করতে হবে।

আপনার সৃজনশীলতা তখনই সুন্দরভাবে প্রকাশিত হবে যখন কোন একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা নতুন আইডিয়ার পূর্ণ বাস্তবায়ন করতে পারবেন, কোন একটা বিষয়কে সামনে রেখে নিজের কল্পনাশক্তিকে কাজে লাগাতে পারবেন। দক্ষতা হয়তো সবার মাঝে আছে কিন্তু কয়জন সেটার মাঝে সৃজনশীলতা ধরে রাখতে পারেন। নকল করা খুবই সহজ, কিন্তু নিজের কল্পনাশক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ভেতরে থাকা প্রতিভাকে প্রকাশ করা খুবই দুরুহ।

ফটো-2.jpg

ছবিটি নেওয়া হয়েছে oisheee আপুর পোস্ট থেকে

আজকে নীলিমা আক্তার ঐশী আপুর পোষ্টটি দারুণ লেগেছে আমার কাছে, খুবই সিম্পল কিছু কিন্তু আবার দারুণ কিছুও বটে। ডাইয়া কাজগুলোর এই একটা দারুণ বৈশিষ্ট্য সর্বদা লক্ষ্য করা যায়, আপনি হয়তো সহজ কিছু উপস্থাপন করছেন কিন্তু যখন সেটা নিখূঁতভাবে সম্পন্ন করতে পারবেন তখন সেটা আর সাধারণ কিছু থাকবে না বরং অসাধারণ কিছু হয়ে যাবে এবং সকলের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হবে। আমার মতে ডাইয়া কাজগুলো এমনই হওয়া উচিত, সিম্পল কিছুর অসাধারণ উপস্থাপন। আশা করছি আজকের পোষ্টটি আপনাদের কাছেও সেরা কিছু হিসেবে বিবেচিত হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে ঐশী আপুর নামটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে। তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে শেয়ার করে। ওনার তৈরি করা এই ওয়ালমেট আমি দেখেছিলাম। ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

গতকালকে এই ডাই পোস্ট আমি দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল। ঐশি আপুর পোস্ট গুলো আমার কাছে খুবই চমৎকার মনে হয়। এমন সুন্দর একটি ডাই পোস্ট আপনি ফিচার্ড আর্টিকেলে শেয়ার করলেন।অনেক ভালো লেগেছে দেখতে পেয়ে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই ভালো লাগছে আমার নামটি আজ ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে। আমার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানায়।

 2 years ago 

ডাইয়া কাজগুলোর এই একটা দারুণ বৈশিষ্ট্য সর্বদা লক্ষ্য করা যায়,

ডাইয়া কাজগুলো এমনই হওয়া উচিত, সিম্পল কিছুর অসাধারণ উপস্থাপন

একেবারে শেষে লেখার মধ্যে ডাই না উঠে ডাইয়া লেখা উঠেছে।
যাইহোক এমনিতে ঐশী আপুর কাজগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। আজকেও আপু বেশ সুন্দর একটি ডাই তৈরি করেছে। এরকম সিম্পল জিনিসগুলো সুন্দরভাবে তৈরি করলে দেখতে বেশ ভালোই লাগে। আপুর কাজ আমার কাছে সব সময় ভালো লাগে। আজকে আপুর পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ঐশী আপু দারুন একটি ওয়ালম্যাট তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ঐশী আপু আমার বাংলা ব্লগের খুবই ভালো একজন ইউজার। তিনি অনেক সুন্দর করে প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকে যেগুলো আমি দেখি। তেমনি অনেক সুন্দর ভাবে তিনি এই ওয়ালমেট তৈরি করেছে, যেটা দেখে তো আমার কাছে ভালো লেগেছে। আপু এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই আমার কাছে ভালো লেগেছে। এই পোস্ট সিলেক্ট হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee আপুকে দেখে খুব ভালো লাগলো।আপু খুব সুন্দর পোষ্ট করেছেন আর আপুর পোষ্ট টি আমারও খুব ভালো লেগেছে।

 2 years ago 

আজকে আমাদের সকলের প্রিয় ঐশী আপু তার সুন্দর পোস্ট করার মাধ্যমে সে ফিচার্ড আর্টিকেল এ তার পোস্টটি তুলে ধরা হয়েছে। দেখে বেশ বেশ আমার অনেক বেশি ভালো লাগলো। আমার ও ইচ্ছা করে এরকম সুন্দর পোস্ট করে নিজের পোস্ট টিকে সবার সামনে তুলে ধরার।