"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩৩ [ তারিখ : ১৫ - ০৮ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @joniprins


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: জনি প্রিন্স। স্টিমিট ইউজার আইডি @joniprins. জাতীয়তাঃ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাতে বসবাস করেন। তার মতে, সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। এছাড়াও তার ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া অন্যতম স্বপ্ন। তিনি বিশ্বাস করেন মানুষের জীবনে উত্তান পতন আছেই। তাই কাজ করতে হবে- লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে, আর এটা তিনি বিশ্বাস করেন। তার স্টিমিট জার্নি শুরু হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারী হতে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzygKP7KzHeogFWdZtKEtsnAj7mCYHNL4jCjEaayP5k3c9HRPT5W9xfELkw7JqhJ8ok5c4jSpYi4Wgsno8.jpg

ময়লা বিক্রি করে পরিষ্কার বাংলাদেশ গড়া: একটি কার্যকর প্রস্তাব।..। by @joniprins( date 15.08.2025 )

বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ণ, এবং নাগরিক সচেতনতার অভাব সব মিলিয়ে আমাদের দেশে ময়লা-আবর্জনার সমস্যা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। শহর হোক বা গ্রাম, রাস্তা-ঘাট, পার্ক, খোলা মাঠ কিংবা জলাশয়ের চারপাশ সব জায়গাতেই কোথাও না কোথাও ময়লার স্তুপ চোখে পড়ে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক মানুষ এখনো সঠিকভাবে আইন-কানুন মানতে চায় না। বিশেষ করে ট্রাফিক আইন ভঙ্গ, যত্রতত্র ময়লা ফেলা এগুলো যেন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এই অভ্যাসগুলোই আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লার কারণে শুধু রাস্তা বা পরিবেশ নোংরা হয় না, বরং এর ফলে বায়ু দূষণ, পানি দূষণ ও নানা ধরনের রোগবালাই ছড়িয়ে পড়ে। সরকার ও সিটি করপোরেশন নিয়মিত ময়লা অপসারণের জন্য কাজ করলেও সমস্যা পুরোপুরি সমাধান হচ্ছে না। কারণ হলো— জনগণের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই। যেখানে সেখানে ময়লা ফেলার প্রবণতা পরিবর্তন করা কঠিন।ময়লা সংগ্রহে অর্থ ও জনবল সীমাবদ্ধতা আছে।--


এই পোস্টটি জনি ভাই করেছেন, এবং এটি নিঃসন্দেহে অসাধারণ একটি লেখা। এতে বাংলাদেশের ক্রমবর্ধমান ময়লা-আবর্জনা সমস্যার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ণ, নাগরিক সচেতনতার অভাব—সবকিছুর কারণে কীভাবে পরিবেশ দূষণ বাড়ছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। পোস্টে একটি অভিনব সমাধানও প্রস্তাব করা হয়েছে—সরকার যদি সপ্তাহে এক বা দুই দিন টাকার বা পণ্যের বিনিময়ে জনগণের কাছ থেকে ময়লা কিনে নেয়, তবে মানুষ প্রণোদনা পেয়ে নির্দিষ্ট স্থানে ময়লা জমা করবে এবং যত্রতত্র ফেলবে না। এর ফলে শহর ও গ্রাম উভয়ই পরিচ্ছন্ন থাকবে, বর্জ্য রিসাইক্লিং করে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে এবং জনগণও লাভবান হবে। লেখায় উল্লেখ করা হয়েছে, প্রথমে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করে পরে সারা দেশে বিস্তৃত করা যেতে পারে। এছাড়া, সফল বাস্তবায়নের জন্য সৎ ও স্বচ্ছ ব্যবস্থাপনার গুরুত্বও জোর দিয়ে বলা হয়েছে।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzygKP7KzHeogFWdZtKEtsnAj7mCYHNL4jCjEaayP5k3c9HRPT5W9xfELkw7JqhJ8ok5c4jSpYi4Wgsno8.jpg

ছবিটি জনি ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 yesterday 

আমাদের দেশের যেদিকে যায় সে দিকেই ময়লা-আবর্জনা আর দূষন দেখি। এই অবস্থা থেকে পরিত্রানের জন্য এই পদ্ধতি অবলম্বন করলে আশা করা যায় ভালো ফল পাওয়া যাবে। এই ব্লগটি এবিবি ফিচার্ড আর্টকেলে যুক্ত করার জন্য ধন্যবাদ।