"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৪২ [তারিখ : ১১-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jibon47


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - জীবন মাহমুদ , ইউজার আইডি- @jibon47 । শিক্ষাগত যোগ্যতা - বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন।উনার পছন্দের কাজগুলোর মাঝে অন্যতম - গান গাওয়া, কবিতা আবৃত্তি করা এবং ভাই ব্রাদারের সাথে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসেন। উনার আরো কিছু দারুণ কাজ হলো - ফটোগ্রাফী করা,জেনারেল রাইটিং সহ ইত্যাদি। স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছিলেন ২০২১ সালের এপ্রিল মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-03-11-17-06-45-571-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErF4SqT8js6nGJwx6ihbSti2aaACoqaZJs55TK2xiUg26JRFxABah2FCtBAzGMychvshMYpGGsEFYaUkK3fGWmMrGdczb5orVN2A.jpeg

জেনারেল রাইটিং :- পেঁয়াজের ঝাঁঝে মরিচের ঝালে রমজানে আগুন...@jibon47 (11.03.2024 )

আজ আমি আপনাদের মাঝে রমজান মাসে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আকাশচুম্বি দাম নিয়ে ক্রেতাদের মনের না বলা কথাগুলো শেয়ার করার চেষ্টা করব, আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।
..


আজকের এবিবি ফিচার্ড এর পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি দেখে মনে হলো যে, বর্তমান সময়ের জন্য এই পোস্টটি একেবারে পারফেক্ট একটি পোস্ট হতে যাচ্ছে।অর্থাৎ এই পোস্টটি খুব সমসাময়িক একটি পোস্ট। তাই ভাবলাম যে এই পোস্টটি অবশ্যই আজকের ফিচার্ড আর্টিকেল হওয়া উচিত।

বাংলাদেশে আগামীকাল থেকেই আশা করা যাচ্ছে যে, রোজার মাস শুরু হবে। এবং এই রোজার মাস প্রতিটি মানুষের জন্যই আসলে খুব মহিমান্বিত একটি মাস। কিন্তু এই মহিমাময় একটি মাসকে ঘিরেই বাংলাদেশের যত রকমের সিন্ডিকেট সৃষ্টি করা যায় ততো রকমের সিন্ডিকেটই বোধহয় চালু হয়, আমার মতে। আর উনার এই টাইটেলটি একেবারেই সত্যিই। রমজান মাসে কোনো কিছুর দাম বাড়াক, না বাড়াক। পেঁয়াজের দাম এবং মরিচের দাম অবশ্যই তারা বাড়িয়ে দেয় অর্থাৎ দোকানদাররা। সে সাথে সব কিছুর ও।

কারণ রমজান মাসে প্রতিটা পরিবারের মোটামুটি অনেক বেশি ঝাল আইটেম গুলো খাওয়া হয়। বিশেষ করে পেঁয়াজু, বেগুনি ছোলা, আলুর চপ, পাকোড়া সহ ইত্যাদি। এবং এই খাবারগুলো বানাতে সবচেয়ে বেশি ব্যবহার হয় পেঁয়াজ এবং কাঁচা মরিচ। তো স্বাভাবিকভাবে যে জিনিস রমজানে বেশি দরকার। সেটার দাম বাড়িয়ে দেয় তারা, আর তাদের অমানুষের মতো আচরণের প্রমাণ দেয়।

দাম বাড়লেও সাধারণ মানুষরা কোনো না কোনোভাবে দিন যাপন করে ফেলে। কিন্তু সত্যিই তারা খুব বেশি কষ্টের মধ্যে দিন কাটায় যারা দিনমজুর। কারণ তাদের প্রতিদিনের বেতন তো সে হারে বাড়ে না, যে হারে রমজান মাসে দ্রব্যমূল্যে বাড়ে। পোস্টের উল্লেখিত সেই রিকশাওয়ালাটার কথাটা একেবারেই কিন্তু মিথ্যা নয়। সত্যিই রমজান মাসে কোনো কিছু না খেয়ে রোজা রাখা এবং তার উপর সারাদিন কষ্ট করা যা খুবই কষ্টকর ।

সাধারণভাবে চিন্তা করতে গেলে রোজা রাখা একটি ভালো কাজের মধ্যে অন্যতম। কিন্তু এই ভালো কাজটাকে ব্যবসা বানিয়ে যারা এতোটা অন্যায় কাজ করে মানুষের উপর জুলুম করে। তাদের শাস্তি টা কি হতে পারে, সত্যিই তা জানা নেই। আমাদের উচিত আসলে তাদের পাশে থাকা। কারণ আমাদের দেশ অবশ্যই তাদের পাশে নেই এবং মনে হয় না থাকবে।

উনার লেখাটার কিছুটা ব্যাখ্যা আমি করার চেষ্টা করেছি। কারণ উনি খুব বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আজকে লেখালেখি করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে উনার লেখাটা পড়ে আমাদের সকলেরই এই বিষয় সোচ্চার হওয়া উচিত।


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErF4SqT8js6nGJwx6ihbSti2aaACoqaZJs55TK2xiUg26JRFxABah2FCtBAzGMychvshMYpGGsEFYaUkK3fGWmMrGdczb5orVN2A.jpeg

ছবি গুলো @jibon47 এর ব্লগ থেকে নেওয়া

সব মিলিয়ে আজকের লেখাটা বেশ ভালো ছিলো।এভাবেই যদি সবাই সচেতন হই। তাহলে আশা করছি দেশ একদিন বদলাবেই।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে জীবন ভাইয়ার নামটা দেখে অনেক ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে এই লেখাটা লিখেছেন। ওনার এই লেখাটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এখন যে হারে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, রমজান আসার কারণে তো আরো বেশি বাড়তেছে। আর যে পরিবারগুলো দিনে এনে দিনে খায়, তাদের জন্য তো আরো বেশি কষ্টকর হয়ে যায় এই বিষয়গুলো। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি বছর রমজান মাস আসলে জিনিসের মধ্যে আগুন ধরে যায়। অন্যান্য কান্ট্রিতে রমজান মাস আসলে সব জিনিসের মূল্যে ছাড় দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশে সব সময় ব্যতিক্রম দেখি। এগুলা কি রমজান মাসে আসলে দেশের মানুষকে নাজাহাল করা কিছু বুঝিনা আমি। জীবন ভাইয়ার পোস্ট টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আজকের ব্লগটি ফিচারড আর্টিকেলে জায়গা দেওয়ার জন্য। নিজের কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগছে, বর্তমান সময়ের সাথে ঘটে যাওয়া বিষয়বস্তু নিয়েই আমি আজকের ব্লগ টা লিখেছিলাম। বর্তমান সময়ে কত যে সিন্ডিকেট মার্কেটে রয়েছে সেটা হয়তোবা আমরা অনেকেই জানি আর রমজান উপলক্ষে এই সিন্ডিকেটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। সবকিছুর দাম এত বৃদ্ধি পায় যে সাধারণ মানুষের জীবন যাপন করা সেই সাথে বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু বিক্রেতারা এটা নিয়ে কখনোই মাথা ঘামায় না বা এটা তারা কখনোই ভাবেনা। সর্বশেষে আমরা এটা জানি যে মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমান সময় আসলে মানুষ মানুষের জন্য নয়, সবাই তার নিজের জন্য সবাই তার নিজের স্বার্থের কাছে কোন কনসিডার করে না। আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 years ago 

সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আর সাধারণ মানুষের টিকে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। জীবন ভাইয়া অনেক সুন্দর ভাবে নিজের অনুভূতি ও সমাজের বাস্তবতা তুলে ধরেছেন।

 2 years ago 

এই সময়টাতে যখন বাজারে যাচ্ছি, তখন কোন কিছুর দামই কম দেখা যাচ্ছে না। আকাশছোঁয়া দাম হয়ে গিয়েছে সবকিছুর। জীবন ভাই এই বিষয়টাকে নিয়ে অনেক সুন্দর করে লিখেছে এই পোস্টটাতে। রমজান মাসে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে প্রত্যেকটা দ্রব্যমূল্যের। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটা মনোনীত করার জন্য।