"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৬৫ [ তারিখ : ২০.০৯ .২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bijoy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নামঃ আবদুল্লাহ আল সাইমুন। স্টিমিট আইডির নাম @bijoy1 এবং একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। তিনি একজন ছাত্র। বাংলাদেশের ফেনী জেলায় বসবাস করেন। তিনিএই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। এই প্ল্যাটফর্মে তার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করেন। আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তিনি ঘুরতে পছন্দ করেন, তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি তার কাছে অনেক ভালো লাগে। সর্বশেষ একটাই কথা, বাঙালী হিসেবে তিনি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক তিনি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo145ffip5uvC2bxgbTbXzpBVeAcen5PetFaEr4USrWhAbrTtNuux9uAhQBCAtjoQjZ5VVhCjJnZrX6MXbC.jpg

জেনারেল রাইটিং || সব চোর একসাথে ... @bijoy1 (20.09.2025 )

আজকে আমি আপনাদের মাঝে একেবারে অসাধারণ একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। এই পোস্টের টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি যখন এই পোস্ট তৈরি করছিলাম তখন আমার মনের মধ্যে অনেক কিছু আসছিল৷ সেই থেকে আমি আজকের এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আপনারা যখন সবকিছু দেখে নিবেন তখন তা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আপনারা আপনাদের বাস্তব জীবনেও এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা এরকম ঘটনা গুলোর সাথে জড়িত এবং তারা এরকম কাজগুলো প্রতিনিয়ত করে আসছে।,..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
bijoy1 এই অসাধারণ লেখাটি তৈরি করেছেন। লেখাটিতে তিনি আমাদের চারপাশের অহংকার, অনৈতিকতা আর লোভের বাস্তব রূপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার লেখার মধ্যে বাস্তব জীবনের ঘটনাগুলো প্রতিফলিত হয়েছে যা পাঠকদের চিন্তার খোরাক জোগায়। লেখাটির গভীরতা, বিশ্লেষণ আর পাঠকদের কাছে প্রভাবশালী বার্তা পৌঁছে দেওয়ার ক্ষমতার কারণে আমি এটিকে Featured Article হিসেবে বেছে নিয়েছি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo145ffip5uvC2bxgbTbXzpBVeAcen5PetFaEr4USrWhAbrTtNuux9uAhQBCAtjoQjZ5VVhCjJnZrX6MXbC.jpg


ছবিগুলো @bijoy1 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png