"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৫৭[ তারিখ : ১১.০৯.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
নাম: ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে তিনি অবস্থান করছেন গাজীপুরে। স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য হওয়ায় তিনি অনেক উৎসাহিত ও আনন্দিত। বই পড়তে তিনি পছন্দ করেন, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করেন। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। তিনি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন ২০২০ সালের ১৭ই ডিসেম্বর।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বাদাম এবং নারকেল দিয়ে বেগুনের ইউনিক রেসিপি ... @isratmim(11.09.2025 )
আজকের ফিচার্ড পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের প্রিয় isratmim আপুর লেখা একটি অসাধারণ রেসিপি পোস্ট –
“বাদাম দিয়ে বেগুনের ইউনিক রেসিপি”।
আপু ধাপে ধাপে সুন্দরভাবে ছবিসহ রেসিপিটি উপস্থাপন করেছেন। বাদাম ও নারকেলের সাথে বেগুন রান্না করার এই আইডিয়াটি একেবারেই নতুন এবং ভিন্ন স্বাদের। পোস্টটিতে উপকরণ, রান্নার ধাপ এবং চূড়ান্ত পরিবেশন সবকিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
এই সৃজনশীল উপস্থাপন ও নতুনত্বের কারণে পোস্টটি আমাদের কমিউনিটিতে ফিচার্ড পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।
isratmim আপুকে অভিনন্দন এবং ধন্যবাদ এমন চমৎকার একটি লেখা শেয়ার করার জন্য। আশা করি সবাই রেসিপিটি পড়বেন এবং উপভোগ করবেন।
ছবিগুলো @isratmimএর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
Wow, @abb-featured, what a fantastic initiative with "আজকের ফিচারড আর্টিকেল"! Highlighting the amazing content creators within "আমার বাংলা ব্লগ" is brilliant. This feature on @isratmim's unique বাদাম এবং নারকেল দিয়ে বেগুনের রেসিপি is a perfect example.
The combination of বাদাম (almonds) and নারকেল (coconut) with বেগুণ (eggplant) sounds incredibly intriguing! I love how you've showcased @isratmim's clear presentation and the step-by-step guide with photos. It really encourages everyone to try this new and delicious recipe.
This is a fantastic way to recognize talent and promote engagement within the community. Keep up the superb work! I'm definitely checking out @isratmim's original post to try out the recipe.