"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৪০ [ তারিখ : ২২.০৮.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jamal7


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মোঃ জামাল উদ্দিন।ইউজার আইডি @jamal7। উনি বাংলাদেশের নাগরিক। ফটোগ্রাফি করতে বরাবর ভালোবাসেন বলা চলে, এটা উনার অন্যতম একটি শখ। সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালোবাসেন। সে সাথে লেখালেখি করতেও পছন্দ করেন। বিশেষ করে কোনো বিষয় নিয়ে অর্থাৎ বিষয়ভিত্তিক গল্প লিখতে উনি ভালোবাসেন। সে সাথে নতুন কোনো কিছুর চেষ্টা করতে স্বাচ্ছন্দ বোধ করেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২২ সালের জুলাই মাস এ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_7372.jpeg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG_7373.jpeg

জেনারেল রাইটিং :- জীবন কঠিন, আপনি যখন বোকা হন তখন তা আরও কঠিন হয়। ... @jamal7 (22.08.2025 )

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো,..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।

উনি যে লেখা লিখেছেন, সেটি আসলেই বেশ বাস্তবমুখী এবং আমাদের জীবনের সাথে মিলে যায়। এইযে উনি বলেছেন জীবন কঠিন, তবে যখন আমরা বোকামি করি তখন জীবন আরও কঠিন হয়ে ওঠে। উনার লেখায় খেয়াল করলে দেখা যাচ্ছে যে, উনি খুব সাধারণ কিছু উদাহরণ দিয়েছেন, যেমন পড়াশোনা না করলে বা মনোযোগী না হলে পরীক্ষায় কষ্ট হয়, টাকা সঞ্চয় না করলে বৃদ্ধ বয়সে কষ্ট হয় অথবা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হয়। এগুলো আসলেই জীবনের খুব গুরুত্বপূর্ণ শিক্ষা।

আরও একটা ভালো দিক হলো, উনি শুধু সমস্যার কথাই বলেননি, সমাধানের কথাও বলেছেন। যেমন টাকা আয়ের সময় সঞ্চয় করার অভ্যাস গড়া উচিত, সিদ্ধান্ত নিতে হলে ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার এবং অভিজ্ঞ মানুষদের পরামর্শ শোনা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো সত্যিই আমাদের জীবনকে সহজ করতে পারে।সব মিলিয়ে উনার লেখা একদম সহজ ভাষায় লেখা, তাই বোঝাও সহজ। অতিরিক্ত বড় বড় কথা বা জটিল শব্দ ও ব্যবহার করেননি, যেটা আমার ব্যাক্তিগত ভাবে ভালো লেগেছে। তবে মাঝে মাঝে কিছু একই ধরনের পয়েন্ট বারবার এসেছে, যেটা একটু কমালে লেখা আরও সংক্ষিপ্ত হতো। তারপরও উনার লেখার উদ্দেশ্য এবং শিক্ষাটা বেশ পরিষ্কার।মূলত বোকামি কমিয়ে সচেতনভাবে চললেই জীবনকে অনেকটা সহজ করা যায়।


IMG_7373.jpeg


ছবিগুলো @jamal7 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 last month 

লেখালেখির পোস্ট লিখতে আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। আমি আনন্দের সাথে সবসময় শিক্ষনীয় পোস্ট লেখি। আজকে আমার এই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে দেখে বিচারড হিসেবে সিলেক্ট করেছেন দেখে আরো ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি আনার করার জন্য।