এবিবি ফান প্রশ্ন- ৬২৯ || যদি ঘড়ির কাটা উল্টো দিকে চলতো,তাহলে আপনি কোন স্মৃতি আবার দেখতে চাইতেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরে জীবন চলতো, তাহলে আপনি কোন স্মৃতি আবার দেখতে চাইতেন?

প্রশ্নকারীঃ

@shaid420

প্রশ্নকারীর অভিমতঃ

প্রথমে দেখতে চাইতাম— শৈশবের সেই সময়গুলো, যখন খুব সহজ জিনিসেই আনন্দ ছিল—কোনো দুশ্চিন্তা নেই, শুধু খেলাধুলা, গল্প আর হাসি।
কারণ বড় হওয়ার পর বুঝি, আসল শান্তি ছিল ওই ছোট ছোট স্মৃতিগুলোতেই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 hours ago 

ঘড়ির কাটা উল্টো দিকে চললে আমি শৈশবের সেই স্মৃতি দেখতে চাইতাম যা আমাকে আনন্দ দিতো।আর যেটা অনেক কষ্টের,প্রিয় কিছু হারানোর সেটা কখনোই দেখতে চাইতাম না বরং আগলে রাখার চেষ্টা করতাম।

 3 hours ago 

এই সময়গুলো আসলেই অনেক বেশি দারুন ছিল।

 1 hour ago 

আমি ২০১০ সালে ফিরে যেতাম এবং বেশি বেশি বিটকয়েন কিনতাম 🤣🤣।

 7 hours ago 

কলেজ লাইফের স্মৃতি। কারন কলেজ লাইফই আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ঐ লাইফটা আমি প্রতিদিন মিস করি।

 2 hours ago 

বুঝতেই পারছি অনেক ভালো সময় কাটিয়েছিলেন।

যদি ঘড়ি উল্টো ঘুরে, তাহলে দেখতে চাইতাম শৈশবের সেই দিন, যখন বৃষ্টিতে ভিজে কাগজের নৌকা ভাসিয়েছিলাম। কারণ এখন তো শুধু ছাতা নিয়ে দৌড়াই, আর নৌকা ভাসানোর মজাটা হারিয়ে গেছে। 😄⛵

 5 hours ago 

এক বছর আগে ঠিক আজকের এই দিনটাতে ফিরে যেতাম আর বেশি বেশি $PUSS কিনতাম।

শুভ জন্মদিন, $PUSS.

 3 hours ago 

এটা কিন্তু একদম ভালো বলেছেন।

 3 hours ago 

যদি ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরে জীবন চলতো, তাহলে আপনি কোন স্মৃতি আবার দেখতে চাইতেন?

আমি আবার সেই দিনগুলো দেখতে চাইতাম। যখন মাটির খেলনা, গাছের ছায়া আর পুকুরের জলে ভেসে থাকা কাগজের নৌকাই ছিল পুরো পৃথিবী। যে সময়টাতে মাথায় কোনোরকম টেনশন থাকত না।

 2 hours ago 

যদি ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরে জীবন চলতো, তাহলে আপনি কোন স্মৃতি আবার দেখতে চাইতেন?

তবে আমি আবার শৈশবে ফিরে যেতে চাইতাম, যেখানে পড়ার চেয়ে ছুটির ঘণ্টা ছিল বেশি প্রিয় 🥰😊।

 1 hour ago 

সেই দিনটি ফিরে দেখতে চাই যখন প্রথমবার চা বানিয়ে নুনের বদলে চিনি দিয়েছিলাম... জীবনটাই যেন লবণাক্ত হয়ে গিয়েছিল!

 36 minutes ago 

যদি ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরে জীবন চলতো, তাহলে আপনি কোন স্মৃতি আবার দেখতে চাইতেন?
আমি সেই স্মৃতি দেখতে চাইতাম আমার বাবা আমাদেরকে কত সুন্দর করে মায়া ও ভালোবাসা দিয়ে আগলে রেখে ছিল । কারণ পৃথিবীতে বাবার মত কেউ যত্ন করে ভালোবাসে না।

 10 minutes ago 

এরকম সময় কিন্তু আর আসবে না। যদি আসতো তাহলে আমি মায়ের কোলে শৈশবের সেই নিশ্চিন্ত ঘুমটা আবার দেখতে চাইতাম। কারণ ওই সময় মায়ের কোলের ঘুমটি ছিল আদরের এবং নিরাপদের।