এবিবি ফান প্রশ্ন- ৬৪১ |যদি মানুষ দিনে ২ ঘন্টার বেশি ঘুমানোর দরকার না পরতো...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি মানুষ দিনে ২ ঘন্টার বেশি ঘুমানোর দরকার না পরতো, তাহলে বাকি সময়টা আপনি কিভাবে কাটাতেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

ঘুমিয়েই!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 11 days ago 

এই প্রশ্নের উত্তরটা আমার কাছে খুব স্বাভাবিক। এখন যে রকম বন্ধু এবং বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেই তখনও ঠিক একইভাবে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিতাম তবে হ্যাঁ যে মানবিক কাজগুলো করি সেটার পেছনে একটু বাড়তি সময় দিতে পারতাম।

 11 days ago 

যদি মানুষ দিনে ২ ঘন্টার বেশি ঘুমানোর দরকার না পরতো, তাহলে বাকি সময়টা আপনি কিভাবে কাটাতেন?

২ ঘন্টা ঘুম আর ২২ ঘন্টা খাওয়া দাওয়া😂😂। তাহলে ৩ দিনে আমি হাতি হয়ে যেতাম 🤣🤣।

 11 days ago 

দিনে ২ ঘণ্টা ঘুমনোতে হলে,আমি বাকি ২০ ঘণ্টা ধরে প্ল্যান বানাতাম,
আর বাকি ২ ঘণ্টায় সব প্ল্যান ক্যানসেল করে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়তাম! 😴😂

 11 days ago 

যদি মানুষ দিনে ২ ঘন্টার বেশি ঘুমানোর দরকার না পরতো, তাহলে বাকি সময়টা আপনি কিভাবে কাটাতেন?

চ্যাটিং করতাম। কারন অনেক রিলেশন ভেঙে গেছে চ্যাটিং না করে ঘুমিয়ে থাকার কারনে,হে হে হে।😂😅

 11 days ago 

তাহলে স্পষ্টভাবে বুঝলাম প্রেমের কারখানা রয়েছে আপনার মাঝে। তবে ভাবি থেকে সাবধান 🤣🤣।

 11 days ago 

যদি মানুষ দিনে ২ ঘন্টার বেশি ঘুমানোর দরকার না পরতো, তাহলে বাকি সময়টা আপনি কিভাবে কাটাতেন?

তবে অনেক বেশি সময় পাওয়া যেতো কাজ করার ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর।

 11 days ago 

দিনে ২ ঘন্টার বেশি ঘুমানোর দরকার না পরলে আমি নিজেই নিজের জন্য নিয়ম তৈরি করে নিতাম বাকি আরো 10 ঘন্টা ঘুমানো আর খাওয়ার জন্য।☺️☺️

 9 days ago 

মশারা পূর্ণকালীন চাকরির মতো কামড় দিয়ে হতাশ হয়ে যেত 🦟

If people didn't need more than 2 hours of sleep a day, how would you spend the rest of the time?
I’d open a “sleep rental shop” where people can borrow my extra free time. 😂

pleas can you explain more