এবিবি ফান প্রশ্ন- ৬৩৭ || আর্থিক সচ্ছলতা নাকি মানসিক প্রশান্তি, মানুষের জীবনে কোনটা বেশি প্রয়োজন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আর্থিক সচ্ছলতা নাকি মানসিক প্রশান্তি, মানুষের জীবনে কোনটা বেশি প্রয়োজন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আর্থিক সচ্ছলতা না এলে মানসিক প্রশান্তি আসাও সম্ভব নয়। তাই আমার কাছে দুটোই প্রয়োজন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অর্থ হলো শরীরের খাবার, আর প্রশান্তি হলো মনের খাবার। শুধু একটিতে জীবন টিকে থাকে, কিন্তু দুটো মিলে জীবন হয় পূর্ণ। তাই দুটোই অনেক বেশি প্রয়োজন।
ঠিক বলেছেন ভাইয়া অর্থ শরীরের খাবার এর প্রশান্তি হলো আমাদের এই মনকে ভালো রাখার খাবার।
অর্থ মানুষকে ভৌত নিরাপত্তা দেয়, কিন্তু মানসিক প্রশান্তি ছাড়া সেই নিরাপত্তা শূন্য।শান্তি হলো অস্তিত্বের মূল সুর, আর্থিক সচ্ছলতা কেবল তার পরিপূরক।অতএব প্রকৃত পরিপূর্ণতার জন্য মানসিক প্রশান্তিই সর্বোচ্চ প্রয়োজন।
বিষয়টাকে আমি পানি আর অক্সিজেনের সাথে তুলনা করবো। আমাদের কোনটা বেশি প্রয়োজন? দুটিই। তেমনই, অর্থনৈতিক স্বচ্ছলতা এবং মানসিক প্রশান্তি; দুটিই প্রয়োজন।
একদম বাস্তবিক একটা বিষয়ের সাথে তুলনা করেছেন।
এমনিতে দুটোরই প্রয়োজন রয়েছে।কিন্তু অনেকের আর্থিক সচ্ছলতা নাও থাকতে পারে কিন্তু মানসিক প্রশান্তি রয়েছে।তাই আমার মনে হয়,মানুষের জীবনে মানসিক প্রশান্তিটাই বেশি প্রয়োজন।
টাকা জীবন চালায়, শান্তি জীবন সাজায়। সুতরাং দুটোরই প্রয়োজন আছে।
একদম ঠিক বলেছেন ভাইয়া বেঁচে থাকার জন্য অর্থ ও টাকা দুটোরই প্রয়োজন।
টাকাই যদি না থাকে, তখন মানসিক প্রশান্তি শুনলে মনে হয়,ভাই, প্রশান্তি দিয়ে ভাড়া দেবো নাকি?
আর্থিক সচ্ছলতা জীবনের প্রয়োজন মেটায়, কিন্তু মানসিক প্রশান্তি জীবনে প্রকৃত সুখ আনে। তাই মানুষের জীবনে মানসিক প্রশান্তিই বেশি প্রয়োজন।
আসলে আত্মিক সচ্ছলতা মানুষের জীবনকে সহজ করে। আর মানসিক প্রশান্তি মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তুলে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রেক্ষাপট বিভিন্ন হয়।
টাকা থাকলে শান্তি থাকে না আর শান্তি থাকলে টাকা থাকে না এখন দুটোরই প্রয়োজন কোনটা ফেলে কোনটা ধরি। তবে বর্তমান সময় অনুযায়ী বলা যায় টাকা থাকলে সবকিছু সম্ভব। কেননা মানুষের শান্তি তো তখনই আসে যখন পকেটে টাকা থাকে।
অর্থ মানুষের চাহিদা মেটায়, কিন্তু প্রশান্তি মানুষকে বাঁচতে শেখায়। তাই প্রয়োজন হলে সচ্ছলতা জরুরি, আর শান্তিতে বাঁচতে হলে প্রশান্তি অপরিহার্য 😊🥰।