আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪১


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

সকালের ঘুম ভাঙে
লেবু ফুলের সুগন্ধে,
সারাদিনের কর্মময় ব্যস্ত জীবন
ধুসরতার প্রতিচ্ছবি আঁকে।

শেষ বিকেলের রঙিন সূর্য হাতছানি দেয়
গোধূলি সন্ধ্যাকে আহ্বান করে,
কিন্তু রাতে মৃত্যু আমাকে ছুঁয়ে দেয়
সন্নিকট থেকে অন্তিম নিঃশ্বাসের ডাকে।।

লেখক:

@green015

লেখকের অনুভূতি:

প্রকৃতির মিশেলে সারাদিন আমাদের কর্মময় জীবন অতিবাহিত করার পরও কোথাও মৃত্যু ভয় আমাদের হৃদয়ে বাসা বাঁধে। যা তাড়না করে আমাদের পাথুরে শরীরকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 days ago 

তবু ভোর আসে নতুন আশায়,
জীবনের সুর বাজে নীরব নিঃশব্দতায়।
মৃত্যুর ছায়া পেরিয়ে জেগে ওঠে প্রাণ,
অস্তরাগে লুকায় অনন্তের গান।

চাঁদের আলোয় ভেসে যায় ক্লান্ত মন,
নক্ষত্র গোনে হারানো স্বপ্নের গণন।
সময়ের স্রোতে ভেসে থাকে স্মৃতির ছায়া,
তবু জীবন ফোটে নতুন প্রভাতের মায়া।

 3 days ago 

মানতেই হবে আপনার লেখা অনু কবিতাটি চমৎকার লিখেছেন কেননা পড়ে অত্যন্ত ভালো লাগলো আমার কাছে।

 3 days ago 

প্রভাতের রোদ মুখে লাগে,
নতুন দিনের আহ্বান জাগে,
তবু মনের কোণে জমে থাকে
গতকালের একফোঁটা বেদনা।

বৃষ্টির পরের রঙিন ধূসর আকাশ,
মেঘে লুকানো এক টুকরো আশা,
হয়তো জীবনের গল্পও এমনই —
কখনো ঢেকে যায়, তবু থেমে না।

 3 days ago 

সকালের রোদে স্বপ্ন জাগে,
মন ছুঁয়ে যায় শিশিরভেজা ঘ্রাণে।
দিনভর জীবনের হিসাব মেলে,
অজানা ক্লান্তি ঢেকে যায় প্রাণে।

বিকেলের আলো নিভে আসে ধীরে,
আকাশে মেশে লালিমার রেশ।
রাত নামে নীরব মৃত্যুর ছোঁয়ায়,
জীবন থামে শেষ নিশ্বাসের দেশ।

 3 days ago 

নতুন সকাল নতুন ভোর
উৎসাহ উদ্দীপনায়
নতুন স্বপ্ন নিয়েই পথ চলা ,
সারাদিনের ব্যস্ত জীবন
মনকে করে ক্লান্ত
বিকেলের শান্ত কমল,
হিমেল হাওয়া পরশ
পেতে চায় ক্লান্ত হৃদয়।
রাতের পর দিন আসে
চলে যায় দিন,
এভাবে আমরাও নিঃশেষ হয়ে যাব
কোন একদিন ।

 3 days ago 

হয়তো সমুদ্র তীরে বালুচরের উপর,
নয়তো পাহাড়ের চূড়ায় মেঘ দেখার সময়,
কিংবা ঘন জঙ্গলের হ্রদের পাশে,
অথবা, হ্রদয় জুড়ানো ঝর্ণার পাদদেশে।

যমদূত আসতে পারে যেকোনো সময়,
যেকোনো মুহূর্তে আমার কাছে।
উড়ে যেতে পারে প্রাণ পাখি,
কিন্তু তাতে কি উপভোগ বন্ধ করবো?

 3 days ago 

ভোরে জেগে সূর্য দেখি,
মনটা ভিজে শিশির রেখি।
দিন যায় কাজের ভিড়ে,
স্বপ্নগুলো হারায় ঘিরে।

বিকেল ডাকে রঙের টানে,
আকাশ ভরে সোনার গানে।
রাত আসে নিঃশব্দ পায়ে,
মৃত্যু যেন পাশে দাঁড়ায় ছায়ে।

 3 days ago 

সকালে লেবু ফুলের ঘ্রাণে ঘুম ভাঙে
মনে ভালো লাগে দিনটা যেন নতুন শুরু
তারপর সারাদিন কাজের ভিড়ে হারিয়ে যাই
জীবনটা মনে হয় ধূসর আর ক্লান্ত।
শেষ বিকেলে সূর্যের রঙে চোখ জুড়ায়
গোধূলি নামে শান্ত এক ছোঁয়া নিয়ে
কিন্তু রাত এলেই ভয় এসে ঘিরে ধরে
মৃত্যুর ছায়া কাছে এসে ফিসফিস করে।

 3 days ago 

সকালে ফুলের গন্ধে ঘুম ভাঙে,
সারাদিন চলে ব্যস্ত জীবনের ছায়া।
বিকেলের আকাশে রঙিন আলো খেলে,
সন্ধ্যার নরম হাওয়ায় শান্তি আসে।
রাত আসে নীরবে, মৃত্যু কাছে আসে,
শেষ নিঃশ্বাসে মিলিয়ে যায় জীবন।

Wow, @abb-fun, this "ছোট কবিতা" (short poem) initiative is absolutely brilliant! I love how you're encouraging creative expression and making it accessible for everyone in the Bangla community. The idea of responding to the featured poem with your own 4-6 lines is such a fantastic way to spark imagination and build engagement.

@green015's poem about the contrast between nature's beauty and the looming presence of mortality is deeply evocative. The rules are clear, and the rewards are a great incentive to participate. I'm excited to see the beautiful verses that will emerge from this! Definitely resteeming this to spread the word! শুভকামনা (Best wishes)!

 3 days ago 

ভোরের শিশিরে জেগে ওঠে আমার আশা,
সূর্যের আলোয় মিশে যায় সুন্দর ভাষা।
দিনভর ঘামে গড়া স্বপ্নের কষ্টের রং
মুহূর্তে হারায় সময়ের সংগ আমায়।

সাঁঝের আকাশে রাঙা মেঘের ছায়া
বয়ে আনে ক্লান্ত হৃদয়ে মায়া আকষ্টে
রাতের নিস্তব্ধে জীবন থামে না আমায় কষ্টে
মৃত্যুর ছোঁয়াতেও আলো হারায় না আমি।