আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
রোজ কল্পনার সীমানায় ভাসি আমি
ভালোবাসার অনুভূতি দিয়ে সাজাই ছবি,
হাজার রংয়ের খেলা চলে সেখানে
হাজার স্বপ্ন চঞ্চলতায় ভাসে আনমনে।
লেখক:
লেখকের অনুভূতি:
কল্পনা এক জাদুকরী মন্ত্র যা আমাদের হৃদয়ের চঞ্চলতা ধরে রাখে, আবেগ অনুভূতিকে প্রভাবিত করে, জীবনের মাঝে নতুন এক গতিশীলতা আনে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কল্পনার জগতে ঘর সাজাই আমি নিরন্তর
ভালোবাসার আবেগে প্রতিকৃতিগুলি ছুঁয়ে যায়,
রংতুলির মেলা বসে সেখানে
স্বপ্নেরা হাট বসায় মনের বাজারে,
বেচাকেনার এই অনুভূতির সদরঘাটে
আমি চলি শুধুই তোমার পানে।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
দারুন লিখেছেন তো আপু কবিতার লাইনগুলি, পড়ে কিন্তু মোটামুটি ভালই লাগলো প্রত্যেকটা লাইন।
তাই,ধন্যবাদ ভাইয়া।
নিশীথ রাতে জোছনায় ডুবে যাই,
মন ভেসে চলে তারাদের স্রোতধারায়।
অচেনা পথে খুঁজি অজানা সুখ,
স্বপ্নের খাতায় আঁকি নতুন মুখ।
বাতাসে ভাসে ভালোবাসার গান,
আলোর নাচে মিশে যায় প্রাণ।
দূর আকাশে খুঁজি অনন্ত আশা,
স্বপ্নের স্রোতে জাগে ভালোবাসা।
স্বপ্নের সাগরে ভাসে হৃদয়,
রঙের ছোঁয়ায় গড়ে পৃথিবী।
ভালোবাসা বাজায় নীরব বাঁশি,
আলোয় ভরে যায় দিন-রজনী।
রোজ কল্পনার ভাসি আমি তোমায় নিয়ে
স্বপ্নেরা খেলে নিরব ধ্বনিতে থেমে থেমে।
রঙের বৃষ্টিতে আঁকি কিছু মনের ব্যথা,
ভালোবাসা আসে আবার হারায় মেঘের অন্ধকারে।
কল্পনায় আঁকি আলপনা হৃদয় মাঝে
ভালোবাসা গুলো শূন্যতায় ভাসে,
স্বপ্নের স্রোতধারায় অজানা সুখ
দূর আকাশে খুজি বিশালতার উন্মুখ,
রংধনুর রং কালো মেখে ঢাকা
চঞ্চলতা আবেগ অনুভূতি
যদিও মেঘাচ্ছন্ন এক নীরব আকাশে
তবুও তোমার ভালবাসায় প্রতীক্ষায়
সুন্দর শুনিল আকাশ আমার হৃদয়ে,
ভাবনাগুলো ভাবায়।
রোজ কল্পনার দিগন্তে উড়ি আমি,
চোখের পাতায় আঁকি নক্ষত্রের আলপনা থামি।
ভালোবাসার রঙে আঁকা ক্যানভাসে,
তুমি-আমি মিলি অনন্ত আভাসে।
স্বপ্নেরা দৌড়ায় রঙধনুর ঘোড়ায়,
চঞ্চলতা বাজে আকাশের বাঁশরীতে সুরমায়।
মনের গোপন গ্যালারিতে জমে থাকা ছবি,
ভালোবাসায় জেগে ওঠে নতুন কবিতা রবি।
রোজ কল্পনায় স্বপ্নের আকাশে
জোছনার আলো ছুঁই আমি।
ভালোবাসার অনুভূতি দিয়ে
মনের গহীনে রঙিন আশা বুনি।
হাজার নক্ষত্রেরা খেলে মনের
গভীরে অনন্ত সুরের তানে।
ভালোবাসা ঢেউ তোলে
হৃদয়ের গোপন গানে ছন্দ মিলে।