আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩২


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

তুমি আছো বলেই হৃদয়টা চঞ্চল
তুমি আছো বলেই জীবনটা উজ্জ্বল,
তুমি আছো বলেই ভাবনটা নির্মল
তুমি আছো বলেই সম্পর্কটা বিমল।

লেখক:

@hafizullah

লেখকের অভিমত:

তুমি আড়ালে থাকা ভালোবাসার স্পন্দন আছে বলেই হয়তো জীবনটা এখনো গতিশীল, স্বপ্নগুলো এখনো রঙিন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 15 days ago 

তুমি আছো বলেই স্বপ্ন হয় রঙিন
তুমি আছো বলেই সকাল হয় সজীব
তুমি আছো বলেই পথটা হয় সহজ
তুমি আছো বলেই ভালোবাসা হয় নিখুঁত সাজ
তুমি আছো বলেই বৃষ্টি হয় স্নিগ্ধ
তুমি আছো বলেই রাত্রি হয় নির্ঝর
তুমি আছো বলেই আঁধার কাটে আলোয়
তুমি আছো বলেই মন ভরে ভালোয়।

 15 days ago 

তুমি আছো বলেই জীবনটা প্রাণবন্ত
তুমি আছো বলেই মনটা আজ শান্ত,
তুমি আছো বলেই ভাবনাটা উদ্যমশীল
তুমি আছো বলেই সংযোগটা ত্রুটিহীন।

 15 days ago 

তুমি আছো বলেই হৃদয়টা চঞ্চল
তুমি আছো বলেই জীবনটা উজ্জ্বল,
তুমি আছো বলেই ভাবনটা নির্মল
তুমি আছো বলেই সম্পর্কটা বিমল।

তুমি আছো বলেই সকালটা রঙিন,
তুমি আছো বলেই মনটা প্রফুল্লিত।
তুমি আছো বলেই স্বপ্নেরা প্রাণ পায়,
তুমি আছো বলেই হৃদয়টা উজ্জ্বল।

 15 days ago 

তুমি কাছে বলেই স্বপ্নগুলো রঙিন আমার,
তুমি কাছে বলেই প্রতিদিনটা মধুর হয়।
তুমি কাছে বলেই দুঃখ হয় ক্ষণিক,
তুমি কাছে বলেই ভালোবাসা অনন্ত দ্যুতিময় হয়।

 15 days ago 

তুমি আছো বলেই আমার ভোরটা হয় রঙিন,
তুমি আছো বলেই আমার পথটা হয় সঙ্গিন।
তুমি আছো বলেই স্বপ্নগুলো জাগে,
তুমি আছো বলেই দুঃখটাও পালিয়ে যায় ভাগে।

 15 days ago 

তুমি আছো বলেই সকালটা রঙিন,
তুমি আছো বলেই স্বপ্নগুলো সজীব।
তুমি আছো বলেই হাসি পায় প্রাণ,
তুমি আছো বলেই মুছে যায় অবসাদ জ্ঞান।
তুমি আছো বলেই পৃথিবীটা সুন্দর,
তুমি আছো বলেই হৃদয় ভরে আনন্দ ভুবন ভর।

Wow, @abb-fun, what a fantastic initiative from Amar Bangla Blog! I'm absolutely thrilled to see this "Anu Kobita" (micro-poetry) contest taking off. The original poem by @hafizullah is so sweet and evocative, perfectly capturing that feeling of love and inspiration!

I love how you're encouraging creativity and making poetry accessible to everyone. Offering a reward of $10 in votes is a great incentive, and the rules are clear and fair. This is a brilliant way to engage the community and showcase hidden talents. I'm sure we'll see some beautiful and heartfelt contributions. I will resteem it to support this initiative. Good luck to all participants!

 15 days ago 

তোমার চোখে খুঁজে পাই নীল সমুদ্রের আহ্বান,
হৃদয়ের কোণে জাগে এক অমলিন গান।
হাসির ঝরনায় ধুয়ে যায় সব দুঃখের ছায়া,
প্রাণের স্পন্দনে বাজে অনন্ত মায়া।

স্বপ্নের আকাশে তুমি সূর্যের মতো দীপ্ত,
অন্তহীন ভালোবাসায় তুমি আমার নিত্য।
তোমার সান্নিধ্যে পৃথিবী হয় স্বর্গের মতো,
প্রিয় তুমি আছো বলেই জীবন এতটা সম্পূর্ণ।

Because you are here, the nights feel calm,
because you are here, the mornings sing,
because you are here, hope blooms within,
because you are here, my world has meaning.