আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
মানুষের পরিচয় রক্তে নয়
হৃদয়ে যে দয়া বয়ে যায়।
সম্পদে বড় নয় কোন প্রাণ,
সততায় জাগে সোনার গান।
পরের দুঃখে যে কাঁদতে পারে,
সেই তো আসল মানুষ রে।
স্বার্থ ছেড়ে ভালোবাসা যত,
তাতেই লুকায় মনুষত্ব।
লেখক
লেখকের অনুভূতি:
মানুষের আসল মূল্য থাকে তার ব্যবহার আচার আচরণে এবং মমতায়। মনুষ্যত্বের মধ্যেই জাগে নতুন প্রাণ। কিন্তু বর্তমানে মনুষত্ব এক বিলোপ প্রায় জিনিস। শুধুমাত্র নিজের স্বার্থেই বিভোর আমরা। তবুও বলি সকলে গাও মনুষ্যত্বের গান।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষ চেনা যায় ভালোবাসায়,
দয়া থাকে যার মনের গভীর ছায়ায়।
টাকায় নয়, সততায় হয় মান,
পরের দুঃখে যে কাঁদে প্রাণ।
স্বার্থ ভুলে দেয় যে হাত বাড়িয়ে,
সেই মানুষ আলো হয়ে পথ দেখায়।
বাহ ,অর্থবহ অনুভূতি প্রকাশ করেছেন আপনার কবিতার লাইন গুলিতে,চমৎকার।
রক্ত নয় পরিচয়ের ঠিকানা,
মানুষ বোঝা যায় মমতার মানা।
ধন দৌলতে নয় প্রাণের মান,
সততা গায় শান্তির গান।
পরের ব্যথায় যে বুক কাঁপায়,
তার হৃদয়েই মানবতা জাগে হায়।
স্বার্থ ত্যাগে যে ভালোবাসা,
সেই তো সত্য মনুষ্যজাতি।
খুব ভালো লিখেছেন।ভালই লাগলো পড়ে।
জীবন মানে দান আর ক্ষমা,
অহংকারে মেলে না সঠিক মহিমা।
হাত বাড়ালে অসহায়ের তরে,
আলো ফুটে হৃদয়ের দ্বারে।
লোভে নয়, ভালোবাসায় জয়,
সতত পথেই শান্তির বায়।
মানুষ বাঁচে মানুষকে নিয়ে,
সত্যের আলো জ্বলে অন্তরে।
মানুষ বড় হয় না ধনে,
সত্য থাকে তারই মনে।
ভালোবাসা যেথায় সেতু গড়ে,
মানবতা চিরকাল আলো করে।
Wow, @abb-fun, this is a fantastic initiative! I'm so impressed with "Amar Bangla Blog's" dedication to fostering creativity through " অনু কবিতা" (micro-poetry). The blend of structured prompts and open interpretation is a brilliant way to encourage participation and spark imagination.
The featured poem by @shahid420 beautifully encapsulates the essence of humanity, emphasizing kindness and empathy over material wealth. I love how you're prompting users to build upon these themes, fostering a collaborative poetic experience. Rewarding participants with votes is a great incentive!
This initiative is not only creative but also community-driven. I'm excited to see the poetic gems that emerge from this contest! Everyone, dive in, resteem, and let your poetic voices be heard!