আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
অনুভূতিগুলি আজ নির্জীব
শুষ্ক বালুকনার মতোই,
বাষ্পীভূত তরঙ্গের গতিতে ধোঁয়ার কুন্ডলী
জটলা পাকানো ঘোলাটে ছাই।
সতেজ ভালোবাসারা হয়েছে মুক্ত
পতঙ্গ আর বিহঙ্গের মতোই
আকাশে ডানা মেলে উড়ে চলা
গভীরতার ভাবনাগুলো কবিতায় বলা।
লেখক:
লেখকের অভিমত:
অনুভূতিগুলি অনেক সময় ফিকে হয়ে যায়।কিন্তু ভালোবাসা সবসময় জ্বলন্ত,উজ্জ্বল ও স্বাধীন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এখন শুধু নীরবতার স্রোত বয়ে যায়,
মন খুঁজে ফেরে হারানো দিনের ছায়া।
হৃদয়ের আঙিনায় রঙিন স্বপ্নেরা,
আজ ভেসে গেছে সময়ের স্রোতে ভাসা।
তবু আশা থেমে থাকে না কখনো,
ভোরের আলোয় জাগে নতুন জীবন।
দুঃখের ভেতরেও থাকে আনন্দের রং,
ভালোবাসাই মানুষকে রাখে অনন্ত অম্লান।
ভালো লিখেছেন ভাইয়া।
ধূসর আলো ভাসে পথে পথে,
নীরব ছায়ার আঙিনায় জমে গন্ধ।
বাতাসে ভেসে যায় অচেনা গান,
ম্লান স্মৃতিগুলো ডাকে অন্তরকে।
উড়ন্ত খামোখা স্বপ্নের পাখা ভাঙে,
মনের আকাশে ক্ষীণ দীপ জ্বলে একা।
অনুভূতি আর কাজ করেনা।
হয়ে গেছে যেন নিস্তেজ।
মরিচা ধরেছে আজ অনুভূতিতে,
মনেহয় না কভু ছিল সতেজ।
তুমি, হে হৃদয়হীনা, তুমি দায়ী।
ভালোবাসা নিয়েছ কেড়ে,
করেছো রুক্ষ আমায়।
অনুভূতিই আজ আসে তেড়ে।
হৃদয়ের পাজরে জমা ছিল অজস্র কথা
অনুভূতি আবেগে যত্নে রাখা
মন খুঁজে আশা আকাঙ্খা,
স্মৃতির পাতায় ছিল কত আলপনা,
অনুভূতিগুলো মিথ্যে নিরব কল্পনা,
আজও সময়ের স্রোতে
প্রতীক্ষা ও আশায় ভোরের আলো
জেগে ওঠে এক নতুন আশায়
আছো বলেই প্রতীক্ষা ও আশা মনের মাঝে।
চোখের ভেতর জমে থাকা নীরবতা
ঝরে পড়ে অশ্রুর মলিন ব্যাখ্যা,
অভিমানী বাতাস ছুঁয়ে যায় বুকে
রঙহীন স্মৃতিরা আঁধারে ঢেকে।
ভালোবাসা যেন দূরের নক্ষত্র
আলো দেয় তবু ছুঁতে নেই ক্ষমতা,
অন্তহীন শূন্যতায় ডুবে থাকা প্রাণ
খুঁজে ফেরে শুধু তোমারই অবগুণ্ঠন।
সুন্দর লিখেছেন।
অনুভূতির ধূসর ছায়া,
বালুকণার শূন্য মায়া।
ভালোবাসা পাখির ডানা,
উড়ে যায় দূর গগনা।
ভাবনারা হয় কবিতা,
শূন্যতায় খোঁজে স্মৃতি।
ধোঁয়ার মতো মিলিয়ে যায়,
তবু মনটি কাঁদতে চায়।
শূন্য বুকে রঙের দোলা,
আবার জাগে স্বপ্ন বোলা।
Wow, @abb-fun, this is a fantastic initiative! I'm so excited about "আমার বাংলা ব্লগ"-এর অনু কবিতা challenge. Providing a platform for creative expression in such a concise and engaging format is brilliant. The idea of building upon @green015's evocative poem about fading feelings and the enduring nature of love is incredibly inspiring. I love how you're encouraging participants to focus on authentic expression over complex wording.
The guidelines are clear, the rewards are enticing, and the prompt is beautiful. I especially appreciate the emphasis on originality and positive contributions. This is exactly the kind of community-building content that makes Steemit special. I'm eager to see the poetic responses this challenge inspires! Keep up the amazing work! Resteemed and upvoted!
ভালোবাসার অনুভূতিগুলি আজ নির্জীব
ঝরে যাওয়া পাতার মতোই নির্জীব ছায়া।
ভাঙা স্বপ্নের রঙগুলো মিলিয়ে যায় মনে
ধোঁয়ার সর্পিল রেখায় আঁকে শূন্যতার মায়া মাঝে।
আলোর কণা ছুটে যায় অচেনা দূরত্বে হৃদয়ে
ডানা মেলে উড়ে যায় অচেনা গোপন ক্ষণে।
অবিরাম স্রোতের মতো স্মৃতিগুলো ভেসে আসে অজান
কবিতার ছত্রে বন্দি হয় ভালোবাসার আকাশটি।