এবিবি ফান প্রশ্ন- ৬০৬ |জীবন নিয়ে ২/৩ লাইন .....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

জীবন নিয়ে ২/৩ লাইন লিখতে বললে আপনি কি লিখবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে,জীবন হলো এক অনিশ্চিত যাত্রা।যেখানে প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ থাকে।জয়-পরাজয় দুটোই আসবে কিন্তু পথ চলাটাই সবচেয়ে বড় সাফল্য।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে হারিয়ে না ফেলে, নিজেকে খুঁজে পাওয়া।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 22 days ago 

জীবন হচ্ছে সাদা-কালো পাতা।যেখানে জীবনের অর্থ গভীর,কখনো সুন্দর অনুভূতির মিশেল।আবার কখনো খারাপ পরিস্থিতির শিকার।তবুও সবকিছু মিলিয়ে সৎভাবে সামনে মাথা উঁচিয়ে এগিয়ে চলার নাম-ই জীবন।

 22 days ago 

খুব ভালো লিখেছেন দিদি।

 22 days ago 

ধন্যবাদ আপু।

 22 days ago 

বাস্তব আপু, জীবন হচ্ছে সাদা-কালো পাতা।

 23 days ago 

জীবন এক অদ্ভুত সফর কখনো হাসি, কখনো অশ্রু। তবে চলতে হলে দুটোই গ্রহণ করতে হয় ঠিক ভালোবাসার মতো। আমার জীবনটাও ঠিক একই ভাবে চলছে দুঃখ কষ্ট নিয়ে পাওয়া না পাওয়ার গল্প লিখে যাচ্ছি।

 22 days ago 

একেবারে বাস্তব কথাগুলো বলেছেন।

 22 days ago 

অসাধারণ বলেছেন ভাই।

 22 days ago 

জীবন একটি নদীর মতোন, বয়ে চলে নিরন্তর। কখনো শান্ত, কখনো উত্তাল স্রোত।
তবুও গন্তব্যে পৌঁছানোই এর লক্ষ্য সংগ্রাম আর আশা। তার মাঝে হাসি-আনন্দের সাথে লুকিয়ে থাকে বেদনা। তবুও এগিয়ে যেতে হয় অনন্ত পথ পেরিয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে।

 22 days ago 

জীবন নিয়ে ২/৩ লাইন লিখতে বললে আপনি কি লিখবেন?

একটা মানুষের জীবন খুবই অদ্ভুত। জীবনে এগিয়ে যাওয়ার জন্য মানুষকে অনেক কিছু করতে হয়। জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রথমে আমাদের পরীক্ষা দিতে হয় তারপর শিখতে হয়। ভালো খারাপ সবকিছু নিয়েই একটা মানুষের জীবন। জীবনে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।

 22 days ago 

জি আপু, জীবনে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।

 22 days ago 

জীবন নিয়ে অল্প কিছু কথা বলতে চাই,
জীবন এটা অনিশ্চিত বিষয় যেকোনো সময় নিস্তব্ধ হয়ে যেতে পারে, তাই যেটুকু সময় পাবেন অন্যতে নয়, নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে চলার চেষ্টা করবেন। নিজেকে নিষ্ঠাবান রাখবেন তবে সর্বক্ষেত্রে নয়। ব্যাচেলর হলে কোনভাবেই বিয়ের আগে রিলেশনে জড়াবেন না। লক্ষ্য স্থির করে চিল পাখির মতো সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। পরিবারকে নিয়ে বাচুন। পরকালের জন্য স্রষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করুন।এটুকুই।

 22 days ago 

বেশ দারুন বলেছেন ভাই।

 23 days ago 

জীবন একেকটা মুহূর্তের নাম, যেখানে সুখ-দুঃখ মিলেই গল্প হয়।
কখনো অশ্রু, কখনো হাসি এই তো জীবনের আসল রঙ।

 22 days ago 

হ্যাঁ। এসব কিছু নিয়েই জীবন।

 22 days ago 

জীবন নিয়ে অসাধারণ অনুভূতি শেয়ার করেছেন ভাই।

 22 days ago 

জীবন নিয়ে ২/৩ লাইন লিখতে বললে আপনি কি লিখবেন?

ভালো-মন্দ মিলিয়েই আমাদের জীবন। এটি একটা যুদ্ধ ক্ষেত্র। যেখানে প্রতিনিয়ত আমরা অনেক কিছুই করে থাকি। এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি। প্রতিনিয়ত অনেক কিছু শিখা দরকার।

 22 days ago 

জীবন মানেই ছুটে চলা থেমে গেলেই পিছিয়ে পরতে হয়। যেখানে আছে অনেক কিছু শেখার। অনেক প্রতিকূলতার মধ্য টিকে থাকার নামই জীবন।

 22 days ago 

জি আপু, হাজার প্রতিকূলতার মধ্য টিকে থাকার নামই জীবন।

@abb-fun, this is such a fantastic initiative! I love the concept of ABB-Fun and how it encourages creative and humorous responses to everyday questions. The idea of rewarding participants with votes is a great way to boost engagement and build community spirit within Amar Bangla Blog.

The question posed by @nusuranur – "জীবন নিয়ে ২/৩ লাইন লিখতে বললে আপনি কি লিখবেন?" – is wonderfully thought-provoking and perfectly aligned with the goal of sparking imaginative answers. I can already envision the flood of witty and insightful entries this will generate!

The clear rules and guidelines ensure fair participation, and the daily rewards make it even more enticing. Keep up the excellent work in fostering creativity and fun on the Steemit blockchain! I'm excited to see the unique perspectives shared by the community. রিষ্টিমড!

 22 days ago 

পৃথিবী হলো একটি যুদ্ধ ক্ষেত্র আর আমরা হলাম যুদ্ধা। এখানে যুদ্ধ করেই বাঁচতে হবে, যুদ্ধ করতে না পারলেই পৃথিবী ত্যাগ করতে হবে।

 22 days ago 

এটা একদম ঠিক কথা।

 22 days ago 

জি ভাই, জীবন মানে যুদ্ধের ময়দান জয় পরাজয়ের খেলা।