এবিবি ফান প্রশ্ন- ৬১৮ || মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় কিভাবে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় কিভাবে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ কাঁঠালে অনেক আঠা তো এজন্য নিজের মাথায় ভেঙে খেলে আঠা লাগবে চুলে, এজন্য অন্যের মাথায় চিটারি করে ভেঙে খায়।
0.00 SBD,
3.17 STEEM,
3.17 SP
যখন মানুষের খেয়ে দেয়ে আর কোনো কাজ না থাকে, তখনই এরকমটা করে থাকে 😂🤠।
0.00 SBD,
3.16 STEEM,
3.16 SP
নিজের মাথায় কাঁঠাল ভাঙলে আঠা লাগার ভয় থাকে।তাই মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় 🤣🤣।
0.00 SBD,
3.15 STEEM,
3.15 SP
হ্যাঁ, ঠিক বলেছেন।
এই কথাটার অর্থ হচ্ছে,মানুষ এমন ভাবে কাজ করে যেনো সাপ ও মরে লাঠিও না ভাঙ্গে।মানুষ অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করতে বেশি আগ্রহী।
0.00 SBD,
3.14 STEEM,
3.14 SP
খুব ভালো বলেছেন আপনি।
টিমের লিডার কাজ করাবে টিমের একজনকে দিয়ে,কিন্তু সফল হলে মানুষকে বলবে,আমরা তো টিম ওয়ার্ক করি ভাই। তাই সফলতা এসেছে। এটাই হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া🤣🤣।
0.00 SBD,
3.14 STEEM,
3.14 SP
আপনার কথায় যুক্তি আছে।
মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় তার কারণ অন্যকে ক্ষুদ্র লোভ দেখিয়ে নিজের বৃহত্তর স্বার্থ হাসিল করা।
যেমন বলা যায়, একজন চালাক ব্যক্তি একজন লোককে বললো গাছে পাকা কাঁঠাল আছে। গাছ থেকে কাঁঠাল পাড়ো আমরা দুজনে ভাগ করে খাবো। ঐ লোক কাঁঠাল পাড়লো। তারপর চালাক লোকটি বললো তুমি মাথায় নিয়ে নাও আমরা বাড়িতে গিয়ে খাবো। দুজনে কিছু দূর যাওয়ার পরে চালাক লোকটি বললো তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কাঁঠাল টি ভেঙ্গে মাথায় নাও। আমি যেতে যেতে কিছু কাঁটার খেয়ে নিই। এতে করে তোমার কষ্ট কম হবে কাঁঠালের ওজন কমে যাবে। ঐ লোকটি সরল মনে বললো, ঠিক আছে। কাঁঠাল খেতে খেতে চালাক লোকটি যখন বাড়ি গিয়ে পৌঁছল তখন সে তার বাড়ির সবাইকে ডাক দিলো। সঙ্গে সঙ্গে সবাই কাঁঠাল দেখে খেতে আরম্ভ করলো। যে ব্যক্তি কাঁঠাল মাথায় করে নিয়ে গেলো তার ভাগে মাত্র দুটি কাঁঠালের কোষ জুটলো। ঐ লোকটি যখন মন খারাপ করলো। চালাক লোকটি হেসে উঠে বললো, আমরা দুজনে কি শুধু একা কাঁঠাল খেতে পারি? পরিবারের লোকজন ছাড়া। তখন ঐ লোক টি মনে মনে বললো আমি সব পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না আর সে আমার মাথার উপর কাঁঠাল রেখে খেয়েছে। সেই শুধু আমাকে আশা বা, লোভ দেখিয়ে পরিশ্রম করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কিছু দেয় নাই।
0.00 SBD,
0.10 STEEM,
0.10 SP
ওরা এমনই চালাক, পরীক্ষায় পাশে বসা বন্ধুর পড়া দেখে পাশ করে। তারপর বলে, পরিশ্রমই সফলতার চাবিকাঠি🤣😃। এরকম মানুষগুলো পরীক্ষায় পাস করতে পারলেও জীবন যুদ্ধে পাস করে না। ওখানেও তারা অন্যের কপি করার চেষ্টা করে।
তাঁরা এমন বুদ্ধিমান, নিজের মাথা না ভাঙিয়ে অন্যের মাথাকেই ফ্রি টুল বানায়। কাজও হলো, কাঁঠালও মিললো, মাথাটাও থাকলো ঠিকঠাক! 🤭
এখন বেশিরভাগ মানুষ হচ্ছে সাধু। তারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পছন্দ করে। যেমন দেখা যায় একজন লোক পরিশ্রম করে কোন কিছু তৈরি করেছে। আর অন্য লোক না পরিশ্রম করে তার জিনিস কপি করে নিজের বলে চালিয়ে দেওয়া। আর এই লোকগুলো সমাজে কম বেশি অনেক দেখা যায়।
অন্যের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া অনেকটা সহজ। যারা অন্যের মাথার উপর কাঁঠাল ভেঙে খায় তারা কিন্তু খুব চালাক লোক। কারণ কিছু ভদ্রলোক আছে অন্যের জিনিস নকল করে এবং অন্যের জিনিস থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই লোকগুলো কষ্ট ছাড়া মাথার উপর কাঁঠাল ভেঙে খায়।