জ্ঞান সাধনা - ৩( 10% beneficiaries for @shy-fox)
কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন? আমার বাংলা ব্লগ পরিবারের সকল প্রিয় সদস্যদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আপনারা একটা জিনিস হয়তোবা খেয়াল করছেন বেশ কিছুদিন হল আমি পর্বভিত্তিক কয়েকটি প্রবন্ধ লেখার চেষ্টা করছি। আমি যে ছবি বিষয়গুলি নিয়ে সাধারণত আপনাদের মাঝে হাজির হয়েছিলাম তাদের মধ্যে
- জেনারেল রাইটিং
- ফটোগ্রাফি
- মুভি রিভিউ
- বুক রিভিউ
- আর্ট
এবং মাঝে মাঝে দুই-একটি রান্না আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।
অনেক লোক আছে যারা সফলতা অর্জন করার জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় সেক্ষেত্রে তারা যখন প্রথম ধাপটি অতিক্রম করে ফেলা এবং তার ফল যখন শূন্য তখন তাঁরার দ্বিতীয় ধাপ অর্জন করার পথে পা বাড়ায় না, তারা অধৈর্য হয়ে পড়ে ফল ভোগের আসায়। কিন্তু আমাদের কেমন হওয়া উচিত ছিল? আমরা যখন ব্যর্থ হব তখনও আমাদের বারবার নিজেকে আঘাত করা উচিত, জ্ঞানের দরজায় শুধুমাত্র বারবার আঘাত করার মাধ্যমে খুলতে পারে নিজেকে ব্যর্থতার সাগরে ডুবিয়ে ফেলে ঘরমুখো হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবসময়ই কোনো কিছু অর্জন করতে গেলে তাড়াহুড়া করে থাকি কিন্তু সফলতা এমন একটি বিষয় যা আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। পথ- প্রান্তর, গিরি -পর্বত যেমন দৌড়ে পার হওয়া যায় না তেমনি জ্ঞানার্জন কখনো দ্রুত করা সম্ভব নয়। আমাদের মন-মানসিকতা এমন মজবুত হওয়া উচিত আমাদের সামনে যত বাধাই আসুক না কেন? জ্ঞান অর্জনের পথে সবকিছু পাথর চূর্ণ করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র মৃত্যুই পারে আমাদেরকে থামিয়ে দিতে এই ব্রত নিয়ে আমাদের লক্ষ্য অটুট রেখে সামনের দিকে পা বাড়াতে হবে।
জীবনে চলতে গেলে আমাদের মাঝে ব্যর্থতা, দুর্ভাগ্য, বিপদ অনেক কিছু রাস্তা পারে কিন্তু কোন কিছু যেন আপনাকে থেমে রাখতে না পারে। সেই মনোবল আপনাকে অর্জন করতে হবে। কিন্তু আমাদের মাঝে আরও এক শ্রেণীর লোক আছে যাদের সামনে যখন ব্যর্থতা বিপদ দুর্ভোগ আসে নিজেরা তখন সবকিছু থেকেই গুটিয়ে না রাখে। জ্ঞান অর্জনের জন্য দরকার হলে সুদূর চীন দেশ পর্যন্ত আপনারা যান। এখানে চীন দেশকে আমরা সাধারণত দূরত্ব বোঝাতে ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের আশেপাশে প্রতিটা ক্ষেত্রে নিজেকে জ্ঞান অর্জনের প্রতি বিলিয়ে দিতে হবে। আপনি যদি আপনার সফলতার চূড়ায় না পৌঁছাতে পারেন আপনার আশেপাশের কীট গুলো, অপদার্থ গুলো আপনাকে খুঁচে মারবে এটাই বাস্তবতা। তো মানে বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্যাটা দেখা যায় এমনকি আমাদের দেশেও যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে জ্ঞান অর্জনের পথে বাধা আসে সবথেকে বেশি। এ বাঁধা যারা অতিক্রম করতে পারে তারাই সফলতা সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে কিন্তু অধিকাংশ যখন ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায় তখন তারা অন্যায়, অবিচার, নির্যাতিতদের কাতারে চলে যায়। আমি বারবার বলি আমাদের নব উদ্যমে অভিযাত্রিক হয়ে
কাজী নজরুলের সেই সংকল্প কবিতার ন্যায় -
থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে ।
সেই মনোবাসনা নিয়েই আমাদের সামনের পথে এগোতে হবে। জ্ঞানের ধারা অব্যাহত রাখতে হবে।
ধন্যবাদ



আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুবই সুন্দর ভাবে সফলতার চাবিকাঠি সম্পর্কে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা বিষয়টি সম্পূর্ণ বাস্তবিক। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আপনি একটি সত্যি কথা বলেছেন যখন কেউ সফলতার সিঁড়ি বেয়ে উঠতে যে প্রথম ধাপে ব্যর্থ হয় তখন সে আর চেষ্টা করে না। শুভকামনা রইল আপনার জন্য আপু।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
দয়া করে আপনি আপনার লেখাটি পরিবর্তন করুন।