নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৩০ তম পর্বের রিভিউ
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২০ মিনিট ৩২ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
চিটার চরিত্রটি তার চতুরতা ও ধূর্ততার কারণে কিছু সময়ের জন্য এগিয়ে গেলেও, জেন্টেলম্যান চরিত্রের ধৈর্য, সততা ও বুদ্ধিমত্তা ধীরে ধীরে তাকে পিছনে ফেলতে শুরু করেছে। বিশেষ করে এই পর্বে একাধিক মোড় এসেছে, যা দর্শকদের চমকে দিয়েছে।প্রধান অভিনেতাদের অভিনয় এবারও দর্শকদের মন জয় করেছে।চিটার চরিত্রে তার স্বভাবসিদ্ধ কৌশলী ভাব, হাস্যকর সংলাপ এবং হঠাৎ পরিস্থিতি সামলানোর দক্ষতা দারুণভাবে ফুটে উঠেছে।
চিটার চরিত্রে তার স্বভাবসিদ্ধ কৌশলী ভাব, হাস্যকর সংলাপ এবং হঠাৎ পরিস্থিতি সামলানোর দক্ষতা দারুণভাবে ফুটে উঠেছে।অন্যদিকে, জেন্টেলম্যান চরিত্রের শান্ত, মার্জিত অথচ দৃঢ় ব্যক্তিত্ব আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে আবেগঘন মুহূর্তে তার সংলাপ ও অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।পরিচালকের দক্ষ হাতে গল্পের গতি একঘেয়ে হয়নি। প্রতিটি দৃশ্য সুন্দরভাবে সাজানো, সংলাপগুলো প্রাণবন্ত, আর দৃশ্যান্তরের মসৃণতা নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে।
৩০ তম পর্বে কাহিনির গভীরতা যেমন বেড়েছে, তেমনি কিছু কমেডি মুহূর্তও দর্শকদের হাসিয়েছে।এই পর্ব দেখে অনেকেই সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন। বিশেষ করে কাহিনির টানটান উত্তেজনা ও চমকপ্রদ সংলাপ দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে। কেউ কেউ অনুমান করছেন, পরবর্তী পর্বে সম্পর্ক ও প্রতিশোধের খেলাটা আরও জটিল আকার নেবে।
চিটার এন্ড জেন্টেলম্যান এর ৩০ তম পর্ব নাটকটির গল্পকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। এখানে প্রতারণা বনাম সততার লড়াই, হাস্যরস আর আবেগ মিলেমিশে এক অনন্য রূপ নিয়েছে। যারা ধারাবাহিকভাবে নাটকটি অনুসরণ করছেন, তাদের জন্য এপিসোডটি ছিল উপভোগ্য ও স্মরণীয়।
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion