নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ২৯ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২২ মিনিট ১৩ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
![]() |
---|
![]() |
---|
—একটা ধরনের অনুশোচনা, ফিরে আসার চেষ্টা—তবুও পুরনো অভ্যাস তাকে টেনে নিয়ে যায় সেই চেনা পথে।অন্যদিকে, নাদিয়া চরিত্রটিও এই পর্বে বেশ দৃঢ়ভাবে উপস্থিত। সে রায়হানের প্রতি সন্দেহ তৈরি করতে শুরু করে এবং তার কথাবার্তায় স্পষ্ট হয়, সে আর আগের মতো সহজ-সরলভাবে বিশ্বাস করে না। এই পর্বে দুজনের কথোপকথন নাটকটির গতি ও উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দেয়।২৯তম পর্বের অন্যতম শক্তিশালী দিক হলো এর সংলাপ।
![]() |
---|
রায়হান চরিত্রে অভিনয় করা আখম হাসান যথারীতি নিজের অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করেছেন। তার সংলাপে প্রতারণার চাতুর্য যেমন ধরা পড়ে, তেমনি মাঝে মাঝে এক ধরনের বিষণ্নতা ও দ্বিধাও অনুভব করা যায়।নাদিয়া আহমেদের সংলাপ ছিল সংযত, বাস্তবভিত্তিক এবং নারী চরিত্রের সাহসী অবস্থানকে তুলে ধরে।পরিচালক তার মুন্সিয়ানায় আবারও প্রমাণ করেছেন, কীভাবে সীমিত সময়ের মধ্যে নাট্য রস তৈরি করা যায়। ক্যামেরা ও দৃশ্যায়নের কাজ প্রশংসনীয়। বিশেষ করে একটি নির্জন রেস্তোরাঁয় রায়হান ও নাদিয়ার কথোপকথনের দৃশ্যটি ছিল এই পর্বের অন্যতম সেরা মুহূর্ত।
![]() |
---|
এই পর্বটি দর্শকদের একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়—একবার প্রতারক মানেই কি সব সময় প্রতারক? রায়হানের মাঝে কি সত্যিই কোনো পরিবর্তনের সম্ভাবনা ছিল, নাকি এটা আরেকটি কৌশল? পাশাপাশি, নাদিয়ার সন্দেহ ও সাহসী অবস্থান বর্তমান সমাজে নারীদের সচেতনতার প্রতিচ্ছবি বলেই মনে হয়।২৯তম পর্বে “চিটার এন্ড জেন্টেলম্যান” তার নামের সার্থকতা বজায় রেখেছে। প্রতারণা আর ভদ্রতার সূক্ষ্ম পার্থক্য, বিশ্বাস আর সন্দেহের দোলাচল—সব মিলিয়ে পর্বটি ছিল বুদ্ধিদীপ্ত এবং চিন্তাজাগানিয়া।
![]() |
---|
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟