জেনারেল রাইটিং: “যখন অভাব মানুষকে অপরাধে ঠেলে দেয়”
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে যখন অভাব মানুষকে অপরাধে ঠেলে দেয় জেনারেল রাইটিং শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
তখন নৈতিকতার পাঠ বইয়ের পাতায় বন্দি থেকে যায়।অভাব শুধু পেটের ক্ষুধা নয়, এটি আত্মসম্মান, মর্যাদা আর আত্মবিশ্বাসের ক্ষুধাও। মানুষ তখন বাঁচতে চায়,যেভাবেই হোক।নৈতিকতা শেখায় "চুরি করা পাপ", কিন্তু বাস্তবতা অনেক সময় বলে "চুরি না করলে আজ সন্তান না খেয়ে থাকবে"। সমাজের এই কঠিন দ্বন্দ্বই অভাবগ্রস্ত মানুষকে ঠেলে দেয় অন্যায়ের পথে।যে ব্যক্তি একসময় সৎ পথে বাঁচার স্বপ্ন দেখত, সে হয়তো একদিন সমাজের চোখে অপরাধী হয়ে ওঠে।
কিন্তু তার অপরাধের পেছনে লুকিয়ে থাকে এক অব্যক্ত কান্না, এক গভীর যন্ত্রণা।আমরা প্রায়ই অপরাধীকে ঘৃণা করি, কিন্তু কখনও খুঁজে দেখি না সে কেন অপরাধী হলো। সমাজের দায়ও কম নয়। যদি আমরা অভাবীদের পাশে দাঁড়াই, যদি কর্মসংস্থানের সুযোগ দিই, যদি ক্ষুধার্তের পাতে ভাত তুলে দিইতাহলে অনেক অপরাধ জন্ম নেবে না।অপরাধ দমন কেবল শাস্তি দিয়ে নয়, মানুষের জীবনযাত্রা উন্নত করেই সম্ভব।সব অভাবই অপরাধে গিয়ে শেষ হয় না। অনেকে সংগ্রাম করে সৎ পথে বেঁচে থাকার উদাহরণ স্থাপন করেন।
তাঁদের গল্প আমাদের শেখায় অভাব কখনও অজুহাত নয়, বরং মানবতার পরীক্ষা।তবুও, সমাজের দায়িত্ব হলো যেন কেউ অভাবে অপরাধে না জড়ায়। কারণ, প্রতিটি মানুষের জীবনে সুযোগ পেলে পরিবর্তন সম্ভব।অপরাধ শুধু আইনের ব্যর্থতা নয়, এটি সমাজেরও একটি আর্তনাদ।অভাব যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ যুক্তির চেয়ে বাঁচার তাগিদে কাজ করে। তাই প্রয়োজন দয়া, সহানুভূতি ও সমাধানের পথে এগিয়ে যাওয়া।আমরা যদি অভাবকে দূর করার পথ খুঁজে পাই, তবে অপরাধের মাটি নিজেই শুকিয়ে যাবে।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Daily Task:👇
Comment Link:👇
https://x.com/Moto5g638776/status/1980034155984646383?t=4rU_n4ilrFcbNPMy93Njtg&s=19
https://x.com/Moto5g638776/status/1980034615353147529?t=bomTdvuZJpCMJffC98VNOw&s=19
https://x.com/Moto5g638776/status/1980035210998902954?t=9WdOCmqwzUZCZHTlj3dkWw&s=19