ভ্রমন পোস্ট: কক্সবাজার ভ্রমন ষষ্ঠ পর্ব
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কক্সবাজার ভ্রমনের ষষ্ঠ পর্ব শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
ঢেউ এসে সেই পাথরে আছড়ে পড়ে তৈরি করছিল এক অনন্য সুর, আর চারদিকে ছিটকে পড়া জলকণা যেন ঝকঝকে মুক্তোর মতো লাগছিল। এখানে সূর্যের আলো পড়ে বালির উপর সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল, যা সত্যিই অপূর্ব।ইনানি থেকে ফেরার পথে আমরা গেলাম বিখ্যাত মারমেইড বিচে। তুলনামূলক কম ভিড়ের এই সৈকতে এক ধরণের শান্তি মিশে আছে। ছোট ছোট কাঠের কটেজ, নারকেল গাছের ছায়া আর মৃদু বাতাসের ছোঁয়া ভ্রমণের ক্লান্তি এক নিমিষেই উড়িয়ে দিল।
সৈকতের ধারে বসে শুধু ঢেউ গোনা আর আকাশের নীল মায়ায় ডুবে থাকা—এ যেন অন্য রকম অভিজ্ঞতা।দুপুর গড়ালে আমরা কাছের এক সমুদ্রপাড়ের রেস্তোরাঁয় ঢুঁ মারলাম। সেদিনের মেনুতে ছিল তাজা ভাজা ইলিশ, চিংড়ি ভুনা আর ডাবের পানি। খাবারের স্বাদ যেমন লোভনীয় ছিল, তেমনি সমুদ্রের ধারে বসে খাওয়ার পরিবেশ পুরো অভিজ্ঞতাকে করে তুলল আরও উপভোগ্য।দিন শেষে আবারও আমরা অপেক্ষা করলাম সূর্যাস্তের।
ইনানি থেকে ফেরার পথে পশ্চিম আকাশ ধীরে ধীরে কমলা-লাল রঙে রঙিন হয়ে উঠল। ঢেউয়ের সাথে সূর্যের রঙের খেলা তৈরি করল এক অসাধারণ দৃশ্য। আমরা সবাই কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে সেই মুহূর্তটুকু মনে গেঁথে নিলাম।রাতে শহরে ফিরে কিছুক্ষণ বাজার ঘুরে দেখা আর আড্ডা দিয়ে দিনটা শেষ করলাম। মনে হচ্ছিল প্রতিদিনই কক্সবাজার আমাদের নতুনভাবে আপন করে নিচ্ছে।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ওয়াও কক্সবাজার ভ্রমণের ইতিমধ্যেই বেশ কয়েকটি পর্ব শেয়ার করে ফেলেছেন আজকে আরো নতুন একটি পর্ব দেখতে পেলাম। এই পর্বের মধ্যে সমুদ্রের বিষয় নিয়ে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলি দেখে খুবই ভালো লাগে। সেই সাথে আপনার বর্ণনা গুলি ও পড়তে অনেকটাই ভালো লাগলো। এরকম ট্রাভেল পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Daily Task:👇
https://x.com/Moto5g638776/status/1970539155122987113?t=jeWX4GD96GUCKchQejFjWg&s=19