নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ১৯ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২১ মিনিট ৫০ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
এরপর রাস্তা দিয়ে মেম্বার যাইতেছিল তখন পথিমধ্যে বুলেট এর সাথে দেখা হয়ে যায় বুলেট বলে যে ঐ তে মেম্বার কই যাও। তখন মেম্বার বলে যে আমি কাজে যাইতেছি কাজ আছে আমার। তখন বুলেট বলে যে শুধু কাজ করে যাও, অন্যদিকে তোমার শামছু আছে না ওকে কি তোমার বোনের সাথে কাবিন করে দিছো নাকি।এই কথা শুনে তো মেম্বার রেগে যায় এবং বলে যে বুলেট তুই কিন্তু আমার ছোট বোনের দিকে নজর দিয়েছিস তোর কিন্তু খবর খারাপ করে দিবো। এরপর সেখান থেকে তাঁরা দুজনে চলে যায়।আখম হাসান আর তাঁর প্রেমিকা রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল তখন হঠাৎ করে আখম হাসান বলে যে এখানে বসার মতো কোনো জায়গা নেই, চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল ।এই কথা শুনে তাঁর প্রেমিকা একটু রোমান্টিক ভাবে বলতেছিল যে প্রেম করার জন্য নাকি জঙ্গলে ভালো। তখন সে বলে যে আমরা যদি জঙ্গলে বসে প্রেম করি তাহলে মানুষ কি বলবে।
তখন প্রেমিকা বলে যে মানুষ কি বলবে এই কথা শুনে কি আমরা প্রেম করা বাদ দিবো নাকি। এরপর তাঁরা দুজনে বসার জন্য একটা জায়গা খুঁজে সেখানে বসে পড়ে। এবং আখম হাসান বলে যে তুমি এখন বলো যে তুমি কি সিদ্ধান্ত নিলা।সে বলে যে কিসের সিদ্ধান্ত। তখন আখম হাসান বলে যে তুমি বিয়ের জন্য কি সিদ্ধান্ত নিলা। আমরা কবে বিয়ে সাদি করবো এইভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে প্রেম করবো তুমি বলো। তখন সে বলে যে আমার পক্ষে এখন বিয়ে সাদি করা সম্ভব না।রাজা ভাই রাজি না সে বলে যে সে নাকি তাঁর বোনকে কোন গুন্ডার হাতে তুলে দিবে না।
এরপর চেয়ারম্যান তাঁর বাসা থেকে বের হয়ে কোথায় যেন যাবে তখন পিছন থেকে তাঁর স্ত্রী তাঁকে ডাক দিয়ে বলতেছে যে লতার বাপ একটু দাড়ান। তখন চেয়ারম্যান দাড়ায় এবং বলে যে কি হয়েছে, তখন সে বলে যে একটু তাড়াতাড়ি বাসায় আইসেন বেশি রাত কইরেন না। তখন চেয়ারম্যান বলে যে আমি কি তোমার কথা শুনবো তুমি আমাকে আদেশ করো কেন? এরপর তখন সে বলে যে লতার বাবা তোমার কি হয়েছে যে তুমি আমার সাথে এতো খারাপ ব্যবহার করতেছো কেন। তখন চেয়ারম্যান বলে যে তুমি আমার কথা বলা সত্ত্বেও তুমি আমার মেয়েকে মেম্বারের কাছে যাইতে দেও। তখন সে বলে যে আমি কি তাঁকে যাইতে দেই ।আর তুমি আজকে আমাকে তুমি আমি থেকে তুই তুকারি করতেছো কেন বুঝলাম না। তখন চেয়ারম্যান সাবেক বলে যে মহিলা মানুষকে না বেশি ভালোবাসলে তাঁরা মাথায় উঠে চড়ে বসে।এই জন্য আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে থেকে আমি তোমার সাথে তুমি আমি করে কথা বলবো না।আমি আজকে থেকে তোমার সাথে তুই মুই করে কথা বলবো। এরপর আরো কয়েকটি আজে বাজে কথা বলে চেয়ারম্যান সাবেক সেখান থেকে চলে যায়।
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
Comment Link:👇
1.https://x.com/Moto5g638776/status/1921571652162191752?t=LA4_UfRODwJeICxCXNIgmw&s=19
2.https://x.com/Moto5g638776/status/1921571985424814474?t=SPcyEWbh5cSmwowHCZmNtg&s=19
খুব সুন্দরভাবে নাটকটির রিভিউ করেছেন ভাইয়া। গল্পের বিবরণগুলো এমনভাবে তুলে ধরেছেন যে নাটকের প্রতি আগ্রহ বেড়ে গেল। আখম হাসান ও সালমা নাদিয়ার অভিনয় বরাবরই চমৎকার, আর আপনার বিশ্লেষণ নাটকটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিল। আপনার লেখা পড়ে মনে হলো যেন নাটকের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। ধন্যবাদ এত চমৎকার রিভিউ উপহার দেওয়ার জন্য। আগামী পর্বের রিভিউয়ের অপেক্ষায় রইলাম।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। নাটকটার এই পর্বের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর করে নাটকটির প্রতিটা পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ নাটকটির ১৯ তম পর্বের রিভিউ সুন্দর করে শেয়ার করার জন্য।
আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ পড়ার জন্য। সংক্ষেপে রিভিউর মাধ্যমে নাটকের কাহিনীটা জানতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি মাঝে মাঝেই সময় পেলে নাটক দেখি। এরকম নাটক গুলো আমার দেখা হয় না। এই নাটকের এই পর্বের রিভিউ পোস্ট পড়ে ভালো লাগলো।