You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৩
বন্ধু, আমার চোখের নীড়ে
অন্ধকারের পাখা মেলে।
ভোরের শিশিরে লিখে যায়
অনুক্ত প্রেমের ইশারা।
নদীর বুকে ভেসে যায়
অর্ধেক চাঁদ, অর্ধেক সূর্য,
আমার হৃদয়ে অঙ্কিত হয়
ভূগোলহীন এক মানচিত্র।