জীবনে ভুল হওয়া স্বাভাবিক, এগুলোই আমাদের বড় শিক্ষা দেয়। আপনি একা নন—আমরাও প্রতিদিন নতুন কিছু শিখছি।ভুলগুলোই তো আমাদের পরিপূর্ণ করে। আজ যা ভুল মনে হচ্ছে, কাল তা হয়তো সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে।ভুল থেকে শেখার জন্য একটি ডায়েরি রাখতে পারেন—কোনো ভুল হলে সেটি থেকে কী শিখলেন, লিখে রাখুন। এটা ভবিষ্যতে সাহায্য করবে।