আপনার লেখায় ঈদের আগের সেই শিশুসুলভ উত্তেজনার কথা পড়ে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল! আসলেই এখন ঈদের আমেজ আগের মতো অনুভব করা যায় না। নীলফামারীতে ঈদের বাজার কেমন হয়েছে তার বর্ণনা খুব সুন্দর লিখেছেন। আমাদের এলাকায়ও একই অবস্থা – বৃষ্টির কারণে পশুর হাটের জমজমাট পরিবেশ নষ্ট হয়েছে। আপনার বন্ধুদের সাথে আড্ডা বা পিকনিকের পরিকল্পনা শুনে ভালো লাগলো, এমন সামাজিক বন্ধনই তো ঈদের আসল আনন্দ।