বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে টেংরা আলু রেসিপি শেয়ার করেছেন।টেংরা আলুর কম্বিনেশনটা অসাধারণ! টেংরা মাছের নরম টেক্সচার আর আলুর মিষ্টি স্বাদ একসাথে কি মেলোডি তৈরি করে—অবশ্যই ট্রাই করতে হবে।আমার দাদুও টেংরা আলু এইভাবে বানাতেন! আপনার রেসিপি দেখে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আজই বাসায় বানানোর চেষ্টা করব।