আপু আপনি একেবারে ঠিক বলেছেন মানুষ এখন বেশ আতঙ্কে আছে। রাজনীতিকে সব দ্বন্দ্বের কারণে। তাছাড়া দশ তারিখে কি হয় বলা যায় না, বেশ ভয় ভয় লাগছে।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ এটা নকশা তৈরি করেছেন ।নকশাটি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আপু এখন আর রঙিন কাগজ দিয়ে ঘরে ডেকোরেশন করা হয় না ।আগে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যেত রঙিন কাগজের বিভিন্ন ফুল নকশা দিয়ে ঘর ডেকোরেশন করে রেখেছে।
জি আপু আগে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হতো ।এখন আর তা দেখা যায় না। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।