আমার লেখা কবিতা "নিরব অভিমান "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা নিরব অভিমান সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
যার অন্তর হয় চুরমার তবু মুখে হাসি ফুটে,
তার চোখে আর অশ্রু আসে না।
যে স্বপ্ন ভেঙেছে শতবার তবু,
সে স্বপ্ন দেখা দুই নয়নে ছাড়ে না।
অভিমান যার হৃদয়ে দৈনন্দিন ছায়া,
সে আর মনে কষ্টে ভয় পায় না ।
উত্তাল ঢেউয়ের বিপরীতে যে বয়ে চলে,
তার হাতে ভাঙা পাল উঠে না।
যার কণ্ঠে চেপে গেছে শত কথা,
সে নীরবতার আড়ালে শক্তি খোঁজে ।
আলো যার ভাগ্যে জোটে না আর,
সে অন্ধকারেই দীপ্তি খুঁজে ।
ভাঙনের মাঝে যে খুঁজে ঘর,
তার কাছে ধ্বংস লীলা বাতাসের শব্দ।
হার মানা যার প্রতিদিনের রীতি,
সে জয়ের গল্পও শুনতে পাই ছলনার শব্দ ।
ভরসা হারিয়ে যে পথ চলে একা,
তার পায়ে কাঁটা বিঁধে অনুভব হয় না ব্যথা।
নির্বাক হৃদয় যে সব সহে,
তার চঞ্চলতা হারায় নীরব কথা।
প্রতীক্ষা যার শূন্য হয়ে গেছে,
সে আর কারো জন্য পথ চেয়ে থাকে না।
ছায়ায় বসে যে আলো খোঁজে,
তার আঁধারেও থাকে দীপ্ত আলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1936460634855760020?t=n32h8udu9Drn0brOMi0hew&s=19
https://x.com/MdAgim17/status/1936724175861014663?t=UjnmUG_cgDU7Pl4TErwoNw&s=19
https://x.com/MdAgim17/status/1936459434206941412?t=WAEO0W5zlT246hQKbpI1TQ&s=19
https://x.com/pussmemecoin/status/1936319230829641828?t=80HdAp104Lps-d9DSZXJww&s=19
https://x.com/MdAgim17/status/1936724175861014663?t=UjnmUG_cgDU7Pl4TErwoNw&s=19
https://x.com/MdAgim17/status/1936460833024037063?t=n32h8udu9Drn0brOMi0hew&s=19
https://x.com/MdAgim17/status/1936460711741563031?t=n32h8udu9Drn0brOMi0hew&s=19
https://x.com/MdAgim17/status/1936459920951607551?t=41nSsaAhcv3iqpz8kN5KMQ&s=19
https://x.com/MdAgim17/status/1936460562466226516?t=n32h8udu9Drn0brOMi0hew&s=19
https://x.com/MdAgim17/status/1936459920951607551?t=41nSsaAhcv3iqpz8kN5KMQ&s=19