You are viewing a single comment's thread from:

RE: অনুভূতির কবিতা||"আমি হারিয়ে যাবো "||@Shy-Fox ১০%

in আমার বাংলা ব্লগ3 years ago

আশা করি ভালো আছেন আপু? এ ধরনের কবিতা পড়লে খুবই আবেগি হয়ে পড়ি । আসলে নিজের মাঝে নিজেকে আর খুঁজে পাই না। পৃথিবীর বাস্তবতা হলো আমরা যে কোন সময় এই পৃথিবী অপরূপ সৌন্দর্য এবং সকল সম্পর্ক ছিন্ন করে চলে যাবো। আপনার লেখা কবিতার ছন্দ বেশ দুর্দান্ত ছিলো। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে যায়। যখনই এই পৃথিবী থেকে একদিন চলে যাবো হৃদয়ের মাঝে কল্পন হয় তখন নিজের কাছে অন্যরকম মনে হয়। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Sort:  
 3 years ago 

আলহামদুলিল্লাহ ভালো আছি।ঠিক বলছেন মৃত্যুর কথা মনে পড়লেই বেশি খারাপ লাগে।মন চাই এই দুনিয়াতে যুগ যুগান্তর ধরে বসবাস করি আপনজনদের সাথে।