You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫৯৪ | জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

in আমার বাংলা ব্লগlast month

জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

  • টিভি রিমোট কার হাতে থাকবে
    বউ চায় নাটক দেখবে, জামাই চায় খেলা দেখবে শেষে দুজনেই রিমোট নিয়ে যুদ্ধ শুরু।

  • খাবারে লবণ বেশি না কম
    জামাই বলে, লবণ কম হয়েছে, বউ বলে, লবণ ঠিক আছে। ভালো লাগলে খাও না হয় উঠে যায়।

  • মোবাইলে পাসওয়ার্ড কিসের জন্য
    বউ ভাবে জামাই লুকোচুরি করে কিছু আড়াল করছে। এই নিয়ে তর্ক শুরু জামাই বলে নিজের প্রাইভেসি কিছু আছেতো।

  • বাজার করে কি আনলে
    বউ বলেছে এক রকম আর জামাই নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে আসলো। বাজার দেখে ঝগড়া হয় শুরু দুজনের মধ্যে।