RE: এবিবি ফান প্রশ্ন- ৬১৮ || মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় কিভাবে?
মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় কিভাবে?
মানুষ অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় তার কারণ অন্যকে ক্ষুদ্র লোভ দেখিয়ে নিজের বৃহত্তর স্বার্থ হাসিল করা।
যেমন বলা যায়, একজন চালাক ব্যক্তি একজন লোককে বললো গাছে পাকা কাঁঠাল আছে। গাছ থেকে কাঁঠাল পাড়ো আমরা দুজনে ভাগ করে খাবো। ঐ লোক কাঁঠাল পাড়লো। তারপর চালাক লোকটি বললো তুমি মাথায় নিয়ে নাও আমরা বাড়িতে গিয়ে খাবো। দুজনে কিছু দূর যাওয়ার পরে চালাক লোকটি বললো তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কাঁঠাল টি ভেঙ্গে মাথায় নাও। আমি যেতে যেতে কিছু কাঁটার খেয়ে নিই। এতে করে তোমার কষ্ট কম হবে কাঁঠালের ওজন কমে যাবে। ঐ লোকটি সরল মনে বললো, ঠিক আছে। কাঁঠাল খেতে খেতে চালাক লোকটি যখন বাড়ি গিয়ে পৌঁছল তখন সে তার বাড়ির সবাইকে ডাক দিলো। সঙ্গে সঙ্গে সবাই কাঁঠাল দেখে খেতে আরম্ভ করলো। যে ব্যক্তি কাঁঠাল মাথায় করে নিয়ে গেলো তার ভাগে মাত্র দুটি কাঁঠালের কোষ জুটলো। ঐ লোকটি যখন মন খারাপ করলো। চালাক লোকটি হেসে উঠে বললো, আমরা দুজনে কি শুধু একা কাঁঠাল খেতে পারি? পরিবারের লোকজন ছাড়া। তখন ঐ লোক টি মনে মনে বললো আমি সব পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না আর সে আমার মাথার উপর কাঁঠাল রেখে খেয়েছে। সেই শুধু আমাকে আশা বা, লোভ দেখিয়ে পরিশ্রম করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কিছু দেয় নাই।