আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সবার সাথে কিছু রেনডম ছবি শেয়ার করব। আশা করি আজকের আমার শেয়ারকৃত ছবি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের ছবিতে, আমি আপনাদের সাথে বিভিন্ন ধরণের ফুলে এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি শেয়ার করেছি এবং এই ছবিগুলো অনেক আগে আমার নিজের মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছিল। আপনাদের কাছে আজকের ছবিগুলো কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।
সর্বপ্রথম আমি আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এই ফুলের নাম হচ্ছে ডালিয়া ফুল। এই ফুলগুলি দেখতে অনেক সুন্দর । এই ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফুলের মধ্যে অনেক রঙের ফুল রয়েছে একই জাতের অনেক রঙের ফুল দেখতে আরো বেশি আকর্ষণীয়। এই ফুল গাছগুলি আকারে মাঝারি আকৃতির হয়ে থাকে। এই ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং এই ফুল দেখতে অনেক সুন্দর এই ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্কে গিয়ে সংগ্রহ করেছিলাম অনেকদিন আগে আজকে অনেকদিন পরে আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তা জানাবেন।
এ পর্যায়ে আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এটি অনেক আনকমন একটি ফুল যেটি সচরাচর দেখা যায় না। এই ফুলের নাম হচ্ছে স্কারলেট সেজ ফুল। আমি সর্বপ্রথম এটি একটি পার্কেই দেখেছিলাম এর আগে আমি এই ফুল দেখিনি। অনেক সুন্দর একটি ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ফুলের গাছগুলি আকারে ছোট হয়ে থাকে এবং ফুলগুলিও অনেক সুন্দর একটি গাছের মধ্যে ফুলের তোড়ার মত করে অনেকগুলি ফুল ফোটে। পরবর্তীতে এই ফুলে ফটোগ্রাফি আমার নিজস্ব মোবাইল দিয়ে সংগ্রহ করেছি এবং আজকে আপনাদের সাথে কমিউনিটিতে শেয়ার করতেছি। আপনাদের কাছে যদি আমার এই ফুলের ফটোগ্রাফি গুলি ভালো লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সর্বশেষ আপনাদের সাথে যে ফুলে ফটোগ্রাফি শেয়ার করেছি আশা করছি এই ফুল সবাই চিনেন। এই ফুল খুবই কমন একটি ফুল যেটি সচরাচর দেখা যায় বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি দেখা যায়। এই ফুলের নাম হচ্ছে পিটুনিয়া ফুল। এই ফুলের মধ্যে অনেক রঙের ফুল রয়েছে তার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে সাদা রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আচ্ছা বুঝি আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফিও ভালো লাগবে। এই ফুলের গাছগুলি ছোট হয়ে থাকে এবং ফুলগুলিও দেখতে অনেক অসাধারণ। এই ফুল বলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ব্যবহার করা হয়। শীতকালে ফুল সবচেয়ে বেশি দেখা যায়।
Community | আমার বাংলা ব্লগ |
---|---|
Category | Photography |
Device | OPPO Reno 12 5G |
Caption | @ahp93 |
Location | Bangladesh |
Thanks And Regards
https://x.com/AHP14338073/status/1951320290463539492?t=bnf_EkxAxvuQgEfkavIc6g&s=19
দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
https://x.com/AHP14338073/status/1951339178236797107?t=u-QTmDUU-Wcy3XTqoKykTA&s=19
https://x.com/PussFi_FNDN/status/1951324145385721956?t=EjtRQkiCRgbtSTZOipo41g&s=19
আপনি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে আর দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। অনেক সুন্দর ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি।
আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগছে। ধন্যবাদ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করার জন্য।