জেনারেল রাইটিং : গেস্ট ব্লগার।
সবাইকে শুভেচ্ছা।
ব্লকচেইন সম্পর্কে একদিন একটি আর্টিকেল পড়ে স্টিমিট সম্পর্কে জানতে পারি। সময় পেলে স্টিমিটি ঢুকতাম। এভাবে আমার বাংলা ব্লগের দেখা পাই। একদিন স্টিমিটে আইডি খুঁলে ফেলি। আমার বাংলা ব্লগ ও অন্যান্য কিছু কমিউনিটি সাবস্ক্রাইব করি। মাঝে মাঝে আমার বাংলা ব্লগে ঢুকে
বন্ধুদের লেখা পড়ি। ভালই লাগে। কিন্তু সক্রিয় হতে পারিনি। একদিন আমারও বাংলা ব্লগে একটি পোস্ট দেখি। সেখানে গেস্ট ব্লগার হিসেবে কাজ করার সুযোগ আছে। তাও বেশ কিছু দিন হয়ে গেছে! কিন্তু ব্লগ আর করা হয়ে উঠেনি। আমার বাংলা ব্লগ গ্রহণ করলে গেস্ট ব্লগার হিসেবে কাজ করতে চাই।
বর্তমান সময়টিতে অনলাইন ভিত্তিক অনেক কিছুই হচ্ছে। বিশেষ করে বর্তমান তরুণ প্রজমের ধ্যান ও জ্ঞান অনলাইন প্লাটফর্ম। আমি তরুণ নই, কিন্তু একটি অনলাইন প্লাটফর্মে যুক্তু হওয়ার আগ্রহ ছিল এবং আছে। ফেইক প্লাটফর্ম এর কারণে আগ্রহ থাকলেও পিছিয়ে যাই। অনলাইন প্লাটফর্মে ফেইকের সংখ্যা বেশি। তবে দীর্ঘদিন ধরে ফলো করার পর মনে হয়েছে, স্টিমিট ও আমার বাংলা ব্লগ ফেইক নয়। ফেইক হলে দীর্ঘদিন ধরে এত মানুষ যুক্ত হয়ে ব্লগিং করতো না। আমার কাছে স্টিমিট ও আমার বাংলা ব্লগ আস্থার অনলাইন প্লাটফর্ম মনে হয়েছে।
বর্তমান গ্লোবাল ভিলেজে ইংরেজি ভাষার আধিপত্য। সেখানে নিজের ভাষায়,নিজের মাতৃভাষায় ব্লগিং করার সুযোগ খুব কম। সবচেয়ে ভালো লেগেছে আমার বাংলা ব্লগে আমার প্রিয় বাংলা ভাষায় ব্লগিং করা যায়। এজন্য আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। একজন বাংলাদেশি হিসেবে বাংলা ভাষার প্রতি টানটা একটু বেশি।৷১৯৫২ সালে পাকিস্তানি জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে,মাতৃভাষার অধিকার ছিনিয়ে নিয়েছি। আমরই একমাত্র দেশ যারা বাংলা ভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছি। মহান অমর একুশে ফেব্রুয়ারির সৃষ্টি করেছি।৷ শহীদের স্মরণে স্মৃতির মিনার শহীদ মিনার পেয়েছি। যার গর্বে আমাদের মাঠা উঁচু হয়ে যায়।৷ সেই একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যা এখন আমাদের গর্বের। সেই গর্বের বাংলা ভাষা, আমার মায়ের
ভাষায় ব্লগিং করার সুযোগ আছে বলেই, আমি আমার বাংলা ব্লগে গেস্ট ব্লগার হিসেবে কাজ করতে আগ্রহী।
ধন্যবাদ।