হাজারো কষ্টকে বন্ধু করে সাফল্যের পথে
আসসালামুআলাইকুম/আদাব
জীবনের পথে চলতে গিয়ে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। কষ্ট যেন আমাদের পরীক্ষার প্রশ্নপত্র, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হয় ধৈর্য, পরিশ্রম আর সঠিক কাজের মাধ্যমে। হাজারো কষ্টকে যদি শত্রু ভেবে পালাতে চাই, তবে সাফল্যের স্বপ্ন কখনো পূর্ণ হবে না। বরং কষ্টকে বন্ধু বানিয়ে, তার ভেতর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলে তবেই সফলতার দরজা খুলে যায়।
মানুষ তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন সে কষ্টের সঙ্গে লড়াই করে জয়লাভ করতে শেখে। ছোট থেকে বড় প্রতিটি অর্জনের পেছনে অগণিত সংগ্রাম লুকিয়ে থাকে। একজন শিক্ষার্থী যেমন পরীক্ষায় সফল হতে দীর্ঘসময় অধ্যবসায় করে, একজন শ্রমিক যেমন দিনের পর দিন ঘাম ঝরিয়ে সংসার চালায়, কিংবা একজন উদ্যোক্তা যেমন ব্যর্থতা পেরিয়ে নতুন কিছু গড়ে তোলে,তাদের প্রত্যেকের জীবনেই কষ্ট পথপ্রদর্শকের মতো কাজ করে।
সঠিক কাজ করার অভ্যাসই মানুষকে আলাদা করে গড়ে তোলে। অনেকে শর্টকাট পথে চলতে চায়, কিন্তু সাফল্য কখনো সহজ পথে আসে না। কঠিন সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম আর সৎ প্রচেষ্টা ছাড়া আসল অর্জন সম্ভব নয়। তাই হাজারো বাধা যখন সামনে দাঁড়ায়, তখন ভেঙে পড়া নয়, বরং একে সুযোগ হিসেবে নিতে হবে।কষ্ট আমাদের ধৈর্য শেখায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং ভুল থেকে শিক্ষা নিতে সহায়তা করে। যখন আমরা কষ্টকে গ্রহণ করি, তখন তা আর বোঝা মনে হয় না, বরং শক্তির উৎস হয়ে দাঁড়ায়। ঠিক যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ করা হয়, তেমনি কষ্ট মানুষকে পরিণত করে সাফল্যের যোগ্য করে তোলে।
সবশেষে বলা যায়,জীবনে যত কষ্ট আসুক না কেন, যদি আমরা সৎ পথে থাকি, সঠিক কাজ করে যাই এবং হাল না ছেড়ে সামনে এগিয়ে যাই, তবে সাফল্য নিশ্চিতভাবেই আমাদের জীবনে ধরা দেবে। কষ্টকে বন্ধু ভেবে পথ চললেই, জীবনের প্রতিটি স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/alif111ahmed/status/1960732428013854758?s=19