আমার আজকের কবিতাটি // মনের মানুষ

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। এটি শুধু সম্পর্কের বাঁধনে আবদ্ধ করে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন রঙে রাঙিয়ে তোলে। ভালোবাসার ছোঁয়া পেলেই অন্ধকার ভেঙে আলো এসে যায়, দুঃখ গলে জন্ম নেয় নতুন স্বপ্ন। প্রিয়জনের হাসি, চোখের ভাষা কিংবা নীরব উপস্থিতিই হৃদয়কে ভরে তোলে শান্তি আর আনন্দে।ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, বরং দূরত্বেও একে অপরকে অনুভব করা। ঝড়-ঝাপটা আসলেও যে সম্পর্ক ভাঙে না, সেটিই প্রকৃত ভালোবাসা। এটি আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ, বিশ্বাস আর অটুট বন্ধন।প্রিয়জনকে ঘিরেই জীবন যেন সম্পূর্ণ হয়। ভালোবাসার শক্তি মানুষকে সাহসী করে তোলে, নতুন স্বপ্ন দেখায়, আর প্রতিদিন বাঁচার এক মধুর কারণ হয়ে ওঠে। তাই ভালোবাসা শুধু একটি শব্দ নয়,এটি এক চিরন্তন যাত্রা, যা হৃদয়ের গভীর থেকে জন্ম নিয়ে জীবনের আলো ছড়িয়ে দেয়।


IMG-20241113-WA0013.jpg

Source

“মনের মানুষ”
মোঃ আলিফ আহমেদ


ভালোবাসা হলো অন্তরের অমলিন আলো,
যেখানে দুঃখ গলে যায়, জন্ম নেয় স্বপ্নের পালো।
তুমি এলে হৃদয়ের আকাশে জোছনার মতো,
অন্ধকার রাত ভরে উঠল শুভ্র আলোতে।

তোমার চোখের নীরব ভাষা,
আমার জীবনের সবচেয়ে মধুর আশা।
একটি হাসি তোমার, ভেঙে দেয় সব ক্লান্তি,
তোমার ছোঁয়ায় পাই আমি চিরন্তন শান্তি।

ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়,
এ এক অদ্ভুত বন্ধন, যা ভাঙা যায় না কোনদিনও।
ঝড়-ঝাপটা আসুক, থাকুক যত বাধা,
হৃদয় থেকে হৃদয়ে জেগে উঠুক নতুন প্রতিজ্ঞা।

তোমার নামেই বাজে আমার অন্তরের সুর,
তুমি ছাড়া পৃথিবী আমার যেন এক শূন্য ঘর।
ভালোবাসা তোমাকে ঘিরেই আমার জীবন,
তুমি হলে আমার স্বপ্নের সোনার ক্ষণ।

চোখ বুজলেই দেখি তোমায়,
তুমি হলে আমার প্রার্থনার অন্তহীন ছায়া।
ভালোবাসা মানেই তুমি, আমি আর আমাদের,
চিরদিন থাকুক এই বন্ধন অভেদ্য, অটুট, অমর।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  
 2 days ago 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।

 2 days ago 

চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনই আমাদের এই কমিউনিটি কমবেশি সবাই কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঠিক তেমনি ভাবে আপনি নিজেও কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই আপনি এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। এই কবিতাটা অনেক বেশি দারুন হয়েছে কিন্তু।

 2 days ago 

ওয়াও আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মনের মানুষ কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আর মনের মানুষ নিয়ে আসলে কিছু লিখল অনুভূতি থাকে অন্যরকম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।