শূন্য পকেট, ভাঙা মন, বেকারত্বের নিরব যন্ত্রণা ।
বেকারত্ব শব্দটি আমার জীবনকে একদম তছনছ করে দিয়েছে, এটি একটি নীরব যন্ত্রণা। এটি এমন এক কষ্ট, যা কাউকে বলা বা দেখানো যায় না। বাইরে থেকে দেখলে মনে হয় আমি খুব স্বাভাবিক একজন মানুষ, কিন্তু ভেতরে ভেতরে একটি অদৃশ্য কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছে। যখন আমার সব বন্ধু চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন আমি এখনো পরিবার বা অন্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা আমাকে মানসিকভাবে অনেক দুর্বল করে তোলে।
বেকারত্ব শুধু আমার পকেট শূন্য করে না, বরং আমার আত্মবিশ্বাসকেও কেড়ে নেয়। যখন কেউ জিজ্ঞাসা করে, "এখন কী করছিস?" তখন উত্তর দিতে গেলে গলায় কিছু একটা আটকে যায়। এই একটি প্রশ্নের কাছে পুরো অস্তিত্ব যেন অসহায় লাগে। রাতের পর রাত জেগে সিভি পাঠানো, সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু শেষ পর্যন্ত একটি হতাশাজনক ই-মেইল বা ফোন কল আসে। এই অভিজ্ঞতাগুলো আমাকে হতাশ করে দেয়।
বেকারত্ব শুধু আমার একার সমস্যা নয়, এটি আমার পুরো পরিবারের জন্য কষ্টের কারণ। মা, ভাই-বোন - সবার চোখে যখন আমি নিজেকে ব্যর্থ হিসেবে দেখি, তখন সেই কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। আমার স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যেতে থাকে, আর আমি শুধু নীরব দর্শক হয়ে থাকি। বেকারত্ব হলো সেই অন্ধকার সুড়ঙ্গ, যার শেষ মাথায় আলোর ঝলকানির জন্য আমি অপেক্ষা করতে থাকি। তবে আমি কখনো সেই আলোর দেখা পাব কিনা, তা নিশ্চিত নয়। তবে ইনশাআল্লাহ আমি একদিন সফল হব এবং পরিবারের হাল ধরব। যদি কোনদিন সফল হতে পারি সেদিন আমার সকল স্বপ্নগুলো পূরণ করব ইনশাল্লাহ
আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ব্লগে আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো পড়েছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।"
আমার পরিচয়
আমি আব্দুল আলিম । আমার স্টিমিট অ্যাকাউন্টের ইউজার নাম @alimtutorial। আমি একজন বাঙালি এবং আমি একজন বাঙালি হতে পেরে গর্বিত। আমি স্টিমিট কে অনেক ভালোবাসি।স্টিমিট হলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে মানুষ নিজেদের পছন্দ অপছন্দ শেয়ার করে এগিয়ে যাচ্ছে। তাই আমি এই প্ল্যাটফর্ম কে ভালবাসি। আমি পড়তে, লিখতে, ব্লগিং করতে, ফটোগ্রাফি করতে, সঙ্গীত করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে ভালোবাসি।
https://x.com/alimtutorial8/status/1962617624401190952?t=F9prhkDFLa8HWpsAFj3nCA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.