ঈদ মোবারক
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে আজকের এই ব্যস্ততার ফলে বর্তমানে শারীরিক অবস্থা মোটেও ভালো ঠেকছে না। তারপরও আপনাদের সাথে ঈদের দিনের কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করার জন্য চলে আসলাম।
প্রথমেই আপনাদের সকলকেই জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক আজকের এই দিনটি আপনাদের অনেক ভালো কেটেছে এটাই কামনা করি। এই পোস্টটি আমি গতকালেই করে দিতাম কিন্তু গতকাল সারাদিন কাজকর্ম করার পরে শরীরের অবস্থা কোনভাবেই ভালো ছিল না। তাই গতকাল কোন পোস্ট করতে পারিনি, তাই তো আজকে ঈদের শুভেচ্ছা জানাতে চলে আসলাম।
প্রতিবার আমাদের নীলফামারী বড় মাঠেই আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবারেও আমাদের বড় মাঠে লক্ষ মুসল্লি একসাথে নিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আমরা সকলেই চলে যাই কবরস্থানে। সেখানে গিয়ে আমাদের যত আত্মীয়-স্বজন পরলোক ভ্রমণ করেছে তাদের জন্য দোয়া করি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ঈদ মানে আনন্দ তবে বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি এতে করে ঘরের বাহিরে যাওয়াও একটি অভিশাপের শামিল হয়ে দাঁড়িয়েছে। এত মাত্রা অতিরিক্ত গরম পড়েছে যেখানে বাহিরে বের হওয়া মানেই নিজের শরীরের সাথে অবিচার করা হয়ে গেছে।
এই প্রথম একটি ঈদ গেল যে ঈদে আমি বাসা থেকে আর কোথাও যায়নি এমনকি আর রাতের বেলা কিংবা সন্ধ্যার সময় পরিবার কিংবা একা ও কোথাও ঘুরতে যাইনি। কারণ শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। এছাড়াও বাসার মধ্যেই আমাদের সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। তাই বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করাও একটু গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছিল। সব মিলিয়ে মাত্রা অতিরিক্ত কাজ করা হয়ে গেছে এই গরমের মধ্যে। এতে করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে আমার মায়ের শরীরের অবস্থাও ভালো নেই। সবারই অসুস্থতার কারণে আর কোথাও বের করা হয়নি।
নতুন বিয়ে করেছি আজ আবার শশুর বাড়িতে যেতে হবে। সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। এদিকে আবার আমার বাংলা ব্লগ কমিউনিটি চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর কাজ হাতে হয়েছে। তাই শ্বশুরবাড়ি থেকে এসেই সব কাজে একেবারেই মনোনিবেশ করবো। আপনাদের এই ঈদ কেমন গেছে তা অবশ্যই মন্তব্য জানাবেন। আপনাদের এলাকায় কি রকম গরম সেটাও মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ঈদের শুভেচ্ছা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
ঈদ মোবারক, @alsarzilsiam! আপনার ঈদের শুভেচ্ছা পোস্টটি খুবই আন্তরিক এবং ছবিগুলো সত্যিই সুন্দর! It's lovely to see how you celebrated Eid with your community and family in Nilphamari. I appreciate you sharing the experience of the Eid prayers at the বড় মাঠ and the visit to the কবরস্থান.
I understand the challenges of the extreme heat; it sounds like staying indoors was a wise decision, especially considering your mother's health. Congratulations on your recent marriage! Traveling to your in-laws sounds like a lovely plan.
It's also great to hear about your dedication to the "আমার বাংলা ব্লগ" community's anniversary! I am sure your contributions will be valuable. Your post provides a glimpse into your life and culture. Thank you for sharing! Everyone, let's share our Eid experiences and গরমের অনুভূতি in the comments!
ঈদ মোবারক ভাই। আমাদের এদিকেও প্রচন্ড গরম পড়েছে। তবে সবমিলিয়ে এবার ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আসলে কোরবানির ঈদে ছেলেদের ব্যস্ততা এমনিতেই বেড়ে যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।