সফলতা ও ব্যর্থতা কোনটাই চিরস্থায়ী নয়
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি সুস্থ আছি। আজ আমি আপনাদের সামনে কিছু মোটিভেশনাল কথা বলব, আশা করছি আপনাদের এই কথাগুলো ভালো লাগবে। মোটিভেশন আমাদের এই জীবনে চার্জের মত কাজ করে। ঠিক যেমনটা আমাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা চার্জ দেই। ঠিক তেমনি ভাবে আমাদের যখন ক্লান্তি ভাব ব্যর্থতা গ্লানি সবকিছু এসে কাঁধে ভর করে তখন মোটিভেশনটাই আমাদেরকে চার্জ যোগায়।
মানুষ মাত্রই পরিবর্তনশীল। একটি বিষয়ে একটু লক্ষ্য করলেই বোঝা যায়। আমাদের ছোটবেলায় যে সকল জিনিসপত্র পছন্দের ছিল সেই বিষয়গুলো কিন্তু বর্তমানে আমাদের পছন্দের তালিকায় নেই। বরঞ্চ এটা ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে। ঠিক তেমনিভাবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যগুলো একটার পর একটা যখন প্রয়োজন হবে তখন তার জায়গায় নতুন একটি লক্ষ্য এসে দাঁড়াবে এবং এটাই চিরন্তন সত্য এবং বাস্তব কথা।
পৃথিবীর সবথেকে ধনী মানুষের কথা আমরা সকলেই জানি। তার কাছে এত ধন-সম্পদ রয়েছে তার ১০০ প্রজন্ম যদি বসে খায় তারপরও কিন্তু আর তার পরিবারের কাছে অর্থ শেষ হবে না। কিন্তু তারপরও সেই লোকটা আজ সব থেকে বেশি পরিশ্রম করে এবং সপ্তাহে সবথেকে বেশি ঘন্টা কাজ করে বলে জানা গেছে। এছাড়াও তিনি তার জন্মদিনেও ছুটি নেন না। তাহলে তিনি চিন্তা করে দেখুন সে এই বিষয়টা অনেক ভালোভাবেই বোঝে ব্যর্থতা কিংবা সফলতা কোনটাই চিরস্থায়ী নয়, এটাকে ধরে রাখতে হয়।
এই বিষয়টাকে ধরে রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের কাজে মনোনিবেশ করা। আপনি যেই কাজই করুন না কেন মন দিয়ে সেই কাজটি করুন। সেই কাজের প্রতি এতটাই এক্সপার্ট হয়ে যান যেন সেই কাজ আপনি অনেক ভালোভাবেই সম্পন্ন করতে পারেন এবং সে ক্ষেত্রে সেই কাজের ডিমান্ড আপনার অনেক বাড়বে বলে আমি বিশ্বাস করি। এই কাজগুলো যারা অব্যাহতি করে তাদের জন্য হয়তো সফলতা অনেক দীর্ঘস্থায়ী হয়। জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এবং শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই চলবে না এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে নিজেকে আর তথ্যপ্রযুক্তির সাথে আপডেট রাখা। বর্তমান সময়টা এমন এসে দাঁড়িয়েছে যার কাছে যত বেশি তথ্য রয়েছে সে তত বেশি ধনী।
তাই আমাদের উচিত আমরা যদি একটু ভালো পর্যায়ে থাকি তাহলে আমাদের কে আরো বেশি কঠোর পরিশ্রম করা এবং নিজের কাজের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করাই একমাত্র কাজ বলে আমি মনে করি। কারণ যেই মানুষটা একটু সফল হওয়ার পরে অলসতা ঘিরে বসে এবং তার মধ্যে একটি ক্লান্তি ভাব চলে আসে সেই মানুষের জন্য ব্যর্থতা খুব সন্নিকটে বলে আমি মনে করি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সফলতা ও ব্যর্থতা কোনটাই চিরস্থায়ী নয়
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
অসাধারণ একটি মোটিভেশনাল পোস্ট @alsarzilsiam! আপনার লেখার শুরুতেই জীবনের গভীরতা এবং পরিবর্তনের কথা যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। মোটিভেশন যে আমাদের জীবনে চার্জের মতো কাজ করে, এই উপমাটি খুবই বাস্তবসম্মত।
ধনী ব্যক্তির উদাহরণ দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন যে, সফলতা ধরে রাখতে হলে পরিশ্রম চালিয়ে যেতে হয়। নিজের কাজে মনোযোগ দেওয়া এবং তথ্য-প্রযুক্তির সাথে আপডেট থাকার গুরুত্বও চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।
আপনার এই লেখাটি অনেক পাঠককে অনুপ্রাণিত করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এমন সুন্দর এবং প্রেরণাদায়ক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ লেখার জন্য শুভকামনা রইল!