"সর্বপ্রথম, সর্বদা নিজেকে ভালবাসুন এবং আপনার শক্তিকে ভালবাসুন যা আপনাকে স্থিতিস্থাপকতা এবং অধ্যবসায় দিয়ে জীবনের বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে"।
আমি সম্পুন্ন এক মত। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে কখনও অন্যকে ভালো বাসতে পারে না। যে পরিস্থিতিতে থাকি না কেন, নিজেকে নিজেই খুশি রাখার চেস্টা করতে হবে।