শহরের ভিড়ে খুঁজে ফিরি নির্জনতা
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি তবে শারীরিক দিক থেকে একটু অসুস্থ রয়েছি। বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করছি যে সমাজের আসলে আমরা সবাই রোবটিকভাবেই কাজ করছি। কারণ প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সময় রয়েছে। প্রত্যেকটা কাজের পরেই আরেকটি কাজ করতে হবে কিংবা কোথায় যেতে হবে সেটা আগে থেকেই আমরা প্ল্যানিং করে রাখছি।
সব মিলিয়ে আমাদের জীবনটা এমন হয়ে গেছে যেখান থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমাদের এই জীবনটা যে একটু উপভোগযোগ্য করবো সেটাও আমরা করে উঠতে পারি না। কারণ সময় সুযোগ এবং অর্থের অভাব। আমরা এমন একটি সমাজে বসবাস করি যেখানে আমরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেও আমাদের যতটুকু উপার্জন হয় ততটুকু দিয়ে আমাদের পরিবার চালাতেই হিমসিম খেতে হয়। সেই জায়গা থেকে নিজের পছন্দের কোন জায়গায় ঘুরতে যাবা কিংবা কয়েকটা দিন ছুটি কাটানো কিংবা কোন একটা দিন ভালো একটি জায়গায় গিয়ে সময় কাটানো এগুলো আমাদের জন্য অনেকটা বিলাসিতা স্বরূপ। কিন্তু তারপরও এই জীবন তো থেমে থাকে না বরঞ্চ এই জীবনকে দিতে হয় একটু যত্ন।
এইতো আম্মুর অসুস্থতা, আমার কাজের চাপ, এছাড়াও আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা সব মিলিয়ে এমন ভাবে একসাথে এসেছে যেটা আসলে বলা বাহুল্য। কারণ আম্মুর অসুস্থতা নিয়ে আমি বেশ চিন্তিত রয়েছে এবং অনেক ছোটা ছোটি করতে হচ্ছে আম্মুকে নিয়ে। এদিকে আম্মুর ব্যথা, যন্ত্রণা এবং কান্না আমার কোনোভাবেই সহ্য হচ্ছে না। এত কিছুর মাঝে নিজের কাজ ঠিক রাখার নিজের পড়াশোনা ঠিক রাখা। সব মিলিয়ে এতটাই ব্যস্ত সময় পার করছি মনে হচ্ছে কয়েক দিনের জন্য যদি কোথাও ঘুরতে যেতে পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো।
কিন্তু ইচ্ছে করলেও সে সবকিছু করার এখন কোন সুযোগ নেই। সুযোগ নেই বলতে বর্তমানে এমন একটা পরিস্থিতিতে যদি আমি নিজেই উধাও হয়ে যাই তাহলে আমার পরিবারকে দেখবে কে? এটা আমার একটি দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয়গুলো আমাকে হ্যান্ডেল করতে হবে এবং ভালোভাবেই সবকিছু গুছিয়ে আনতে হবে। এর জন্য আরো হয়তো কয়েক মাস টানা পরিশ্রম করতে হবে। এছাড়াও আমি আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও অনেকটা বেশি চিন্তিত রয়েছি।
জানিনা সৃষ্টিকর্তা কি রেখেছেন আমার কপালে। তবে তাই হোক না কেন সৃষ্টিকর্তার প্রতি আমার আঘাত ভরসা রয়েছে তিনি আর তাই করবেন না কেন সেটা অবশ্যই আমাদের ভালোর জন্য করবেন। হয়তো একটু কঠিন মুহূর্ত চলছে কিন্তু সেটাও খুব বেশি সময় থাকবে না এটাই আশা করি আশা করি সবকিছুই আগের মত ঠিক হয়ে যাবে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: শহরের ভিড়ে খুঁজে ফিরি নির্জনতা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......