প্রতিনিয়ত যতগুলো মুভি রিলিজ হয় আমি প্রায় সব ধরনের মুভিও দেখে থাকি. এই গত ২-৩ দিন আগেই হয়তো এই মুভিটি আমি দেখেছিলাম তবে এই মুভির টুইস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে. প্রথম অবস্থাতেই দুই বোনের আর শত্রুতা দেখানো হয় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বিষয়গুলো সবার কাছেই পরিষ্কার হয়. আপনার রিভিউটি অনেক চমৎকার হয়েছে.
হ্যাঁ টুইস্টটা ভালো ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল কি হবে৷ কাজলের অভিনয় বাকি পাঁচটা সিনেমাতে যেমন করে তেমনই লেগেছে। একটু ভার্সেটাইল আশা করেছিলাম। এমনিতেই প্লটটা শিক্ষনীয়৷